shono
Advertisement

রাজের জন্য মাছ বাজারে দরদাম মিঠুন চক্রবর্তীর, ভাইরাল ‘মহাগুরু’র কীর্তি

মিঠুনের মাছ কেনার নেপথ্যে খোদ রাজ! দেখুন সেই ছবি।
Posted: 10:48 AM Mar 22, 2024Updated: 10:48 AM Mar 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাছ খেতে বরাবরই ভালোবাসেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। মুম্বইয়ে থাকলেও আজও ষোলোআনা মাছে-ভাতে বাঙালি তিনি। এবার মাছের বাজারে দরদাম করতে দেখা গেল মহাগুরুকে। আর মিঠুনের এমন মাছ কেনার নেপথ্যে খোদ রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।

Advertisement

বিষয়টা খানিক খোলসা করেই বলা যাক। আসলে পরিচালকের নতুন ছবির শুটিংয়ের জন্যই মিঠুনকে মাছের বাজারে দরদাম করতে দেখা গেল। যদিও পুরোটাই সেটে শুটিং হয়েছে। শুক্রবার সকালে শুটিংয়ের বিভিন্ন মুহূর্ত নিজেই শেয়ার করেছেন রাজ চক্রবর্তী। সেখানেই পরিচালককে দেখা গেল সিনেম্যাটোগ্রাফার অবতারেও। রাজের এই নতুন প্রজেক্টে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। যেখানে ঋত্বিকের বাবার ভূমিকায় দেখা যাবে মহাগুরুকে।

এদিন সেট থেকে রাজ চক্রবর্তীর একগুচ্ছ ছবি শেয়ার করেন। সেখানেই দেখা গেল, পরিচালকের নির্দেশ মেনে একের পর এক শট দিচ্ছেন মহাগুরু। কে বলবে গত মাসেই হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা! রাজনৈতিক রং-দর্শনের উর্ধ্বে গিয়ে যাঁকে হাসপাতালে দেখতে ছুটেছিলেন বিজেপি-তৃণমূলের অনেকেই। সোহম চক্রবর্তীর সঙ্গে ‘শাস্ত্রী’র শুটিং শেষ করে এবার রাজের নতুন সিনেমার কাজে হাত দিয়েছেন মহাগুরু।

[আরও পড়ুন: ভোটের ময়দানে প্রার্থী যশ! ‘সঙ্গী’র সমর্থনে আসরে নুসরতও]

চব্বিশের লোকসভা ভোটের প্রাক্কালেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে তৃণমূলের তারকা বিধায়ক রাজ চক্রবর্তী। মোদির ‘স্টার সেনাপতি’কেও যে বিজেপির প্রচারের ময়দানে যাবে, সেকথা আগেভাগেই বলে দিয়েছিলেন তিনি। তবে একে অপরের বিরোধী রাজনৈতিক শিবিরের হলেও সৌজন্যবোধ বজায় রেখেছেন রাজ-মিঠুন। রাজনীতির ময়দানে বিজেপি-তৃণমূলের কাদা ছোঁড়াছুড়ি যতই হোক, সিনেমার সেটে কিন্তু মিঠুন সকলের ‘দাদা’।

কেমন চলছে শুটিং? এর আগে বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছিলেন, “মিঠুনদা খুবই খুশি হয়ে গিয়েছেন শুটে এসে। বারবার ‘কেয়া বাত’ বলেও প্রশংসা করছেন। অনেকদিন বাদে এসভিএফ-এর সঙ্গে কাজ করছি। আদ্যোপান্ত পারিবারিক একটা গল্প।”

[আরও পড়ুন: বব ডিলানের গান চুরি করেছেন সুমন! মুখ খুললেন ‘গানওলা’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement