shono
Advertisement
Kunal Kamra

'বাকস্বাধীনতা চাই', কুণালের মসকরায় শিব সেনার তাণ্ডবের প্রতিবাদ মুম্বই কমেডি ক্লাবের

ইনস্টাগ্রামে 'হ্যাবিট্যাট'-এর তরফে একটি বিবৃতি জারি করা হয়।
Published By: Sayani SenPosted: 12:53 PM Mar 24, 2025Updated: 01:29 PM Mar 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাকস্বাধীনতা চাই। নইলে কাজ করা কার্যত অসম্ভব। এই দাবিতে আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত মুম্বই কমেডি ক্লাবের। রবিবার কমেডিয়ান কুণাল কামরা একটি ভিডিওকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে নিয়ে মসকরার অভিযোগে তাঁর স্টুডিওতে ব্যাপক ভাঙচুর চালায় শিব সেনা (শিণ্ডে) সমর্থকরা। তার প্রতিবাদে সরব অন্যান্য ইউটিউবাররা।

Advertisement

ইনস্টাগ্রামে 'হ্যাবিট্যাট'-এর তরফে একটি বিবৃতি জারি করা হয়। তাতে উল্লেখ করা হয়েছে, "আমরা স্তম্ভিত। উদ্বিগ্ন। যেভাবে আমাদের নিশানা করা হচ্ছে, তাতে ভগ্নপ্রায়। একজন শিল্পী তাঁর দৃষ্টিভঙ্গি অনুযায়ী অনুষ্ঠান পরিবেশনা করেন। কিন্তু এহেন ঘটনায় মনে হচ্ছে শিল্পীর দৃষ্টিভঙ্গি মূল্যহীন। আমরা আলোচনা চাই। তাণ্ডব নয়। আমরা ঘৃণা কিংবা কারও ক্ষতির বিরুদ্ধে। হিংসা আমাদের সংস্কৃতিকে কলুষিত করে।"

উল্লেখ্য, সম্প্রতি মুম্বইয়ের এক হোটেলে নিজের চেনা ভঙ্গিতে কৌতুক করতে দেখা যায় কুণাল কামরাকে। সেখানে মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনীতি শিব সেনার দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাকে কটাক্ষ করেন কুণাল। নাম না করে একনাথ শিণ্ডেকে কটাক্ষ করেন। এমনকী গান বেঁধে তাঁকে 'গদ্দার' বলতেও ছাড়েননি। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তেতে ওঠেন শিণ্ডে সমর্থকরা। যে হোটেলে এই শো রেকর্ড করা হয়েছিল, রবিবার সেখানে হামলা চালানো হয়। শিব সেনা (শিণ্ডে) সমর্থকরা ব্যাপক ভাঙচুর চালায়। কুণালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকী তাঁকে দেশছাড়া করারও হুঁশিয়ারি দেওয়া হয়। এই ঘটনা নিয়ে রাজনৈতির মহলে জোর শোরগোল। এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত সরাসরি কিছুই বলেননি কুণাল। তবে সোশাল মিডিয়ায় একটি ইঙ্গিতবাহী পোস্ট করেছেন। ওই পোস্টে দেখা গিয়েছে কুণালের হাতে একটি ছোট সংবিধান। ছবির ক্যাপশনে লেখা, 'দ্য ওনলি ওয়ে ফরওয়ার্ড' অর্থাৎ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "সামনে এগনোর একমাত্র পথ।" অনেকেই মনে করছেন, এভাবেই তিনি সমালোচকদের বার্তা দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাকস্বাধীনতা চাই। নইলে কাজ করা কার্যত অসম্ভব। এই দাবিতে আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত মুম্বই কমেডি ক্লাবের।
  • রবিবার কমেডিয়ান কুণাল কামরা একটি ভিডিওকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে নিয়ে মসকরার অভিযোগে তাঁর স্টুডিওতে ব্যাপক ভাঙচুর চালায় শিব সেনা (শিণ্ডে) সমর্থকরা।
  • তার প্রতিবাদে সরব অন্যান্য ইউটিউবাররা।
Advertisement