সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী ছবির দাপটে বলিউড ছবির অবস্থা বেশ খারাপ! অন্তত, বক্স অফিসের সমীক্ষা তেমনটাই বলছে। সেই ‘বাহুবলি’ (Bahubali) থেকে শুরু। তারপর ‘পুষ্পা’ (Pushpa), ‘আর আর আর’ (R R R) ছবি। এখন তো বক্স অফিসে ঝড় তুলছে দক্ষিণের আরেক ছবি ‘কেজিএফ ২’ (KGF)। সব মিলিয়ে দক্ষিণী ছবির ম্যাজিকে বুঁদ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। তবে দক্ষিণের এই বিগ বাজেটের ছবি নিয়ে মোটেই খুশি নন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। তাঁর কথায়, ‘এগুলো কোনও সিনেমাই নয়, শুধুই চমক!’ সম্প্রতি এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে দক্ষিণী ছবির বাড়াবাড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন নওয়াজ (Nawazuddin Siddiqui )।
কী বললেন অভিনেতা?
নওয়াজের কথায়, অল্প বাজেটের ভাল ছবি সিনেমা হলে মুক্তি পাওয়ার ক্ষেত্রে কঠিন লড়াই করতে হয়। বড় বাজেটের ছবি মুক্তি পেলে, ভাল ছবি হওয়া সত্ত্বেও সেই ছবি সিনেমা হল থেকে সরিয়ে নেওয়া হয়।
[আরও পড়ুন: এবার দক্ষিণী ছবির হিন্দি রিমেকে অক্ষয় কুমার, ছবির নাম ঠিক করে দিতে বললেন অনুরাগীদেরই]
[আরও পড়ুন: বলিউডে ডেবিউ করতে চলেছেন শচীনকন্যা সারা! জল্পনা তুঙ্গে]