shono
Advertisement

‘ভারতীয় সিরিয়াল জঘন্য…বিষাক্ত’, বিতর্কিত মন্তব্য পাক লেখকের

পাকিস্তানি সিরিয়াল ভারতে কেন এত জনপ্রিয়? এই প্রশ্ন করা হয়েছিল ইয়াসিরকে।
Posted: 06:03 PM Feb 20, 2024Updated: 07:51 PM Feb 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সিরিয়াল নাকি জঘন্য, বিষাক্ত। এমনই মত পাকিস্তানি লেখক, অভিনেতা তথা পরিচালক ইয়াসির হুসেনের (Yasir Hussain)। নিজের ছবির প্রচারে এক সাক্ষাৎকার দিতে গিয়ে এই মত প্রকাশ করেছেন তিনি। পাকিস্তানি সিরিয়াল ভারতে কেন এত জনপ্রিয়? এই প্রশ্ন করা হয়েছিল ইয়াসিরকে। তার জবাবেই ভারতীয় সিরিয়ালের সমালোচনা করেন পাক মুলুকের তারকা।

Advertisement

যিনি প্রশ্নটি করেছিলেন তাঁকে উদ্দেশ করে ইয়াসির বলেন, “ভারতের সিরিয়ালগুলো দেখেছেন আপনি? মানে, যে দেশের সিরিয়াল এত জঘন্য সে দেশের দর্শকরাই তো আমাদের সিরিয়াল দেখছে। এছাড়া আর কে দেখছে আপনার এই ড্রামা? শুধু সেই মানুষেরা যাদের কাছে এর থেকে ভালো কনটেন্ট নেই। ভারতীয় সিরিয়াল তো বিষাক্ত। আমাদের সিরিয়াল ওদের থেকে ভালো বলেই তো ওরা দেখে।”

[আরও পড়ুন: পর্নস্টারের অস্বাভাবিক মৃত্যু! মানসিক অবসাদেই আত্মহত্যা?]

নিজের দেশের টেলিভিশন জগতেরও নিন্দা করেন ইয়াসির। সে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমাদের ইন্ডাস্ট্রি এমন কিছু ভালো নয়। আমি তো একেবারেই চাই না যে আমার ছেলে এই জগতে আসুক। এটা আবার কোনও কাজ নাকি? অভিনেতার কাজ ভালো অভিনয়কে প্রমোট করা। কিন্তু এটা এমন একটা জায়গা হয়ে গেছে যে আপনি ক্রমাগত বাজে কাজের অফারই পেতে থাকবেন।”


প্রসঙ্গত, এই ইয়াসির খানই শাহরুখ খানের ব্লকবাস্টার ‘পাঠান’ সিনেমাকে কটাক্ষ করেছিলেন। যে সিনেমা সারা বিশ্বে হাজার কোটির বেশি ব্যবসা করেছে তার সম্পর্কে পাক লেখক বলেছিলেন, “আপনি যদি মিশন ইম্পসিবল-এর একটাও সিনেমা দেখে থাকেন তাহলে শাহরুখের ‘পাঠান’কে গল্পহীন ভিডিও গেমের থেকে বেশি কিছু মনে হবে না।”

[আরও পড়ুন: মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন! কত মাসের অন্তঃসত্ত্বা রণবীর ঘরনি?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement