সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে দু’একটা তৈরি হলেও, টলিউডের পর্দায় রাজনৈতিক থ্রিলার খুব একটা দেখা যায় না। তবে এবার টলিপাড়ার সিনেমার স্বাদ বদলাতে চলেছেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য। তাঁর আগামী ছবিতে উঠে আসবে আশির দশকের বাম-কংগ্রেস রাজনীতির প্রেক্ষাপট। এই ছবি দিয়েই বহু বছর পর সিনেমার পর্দায় ফিরছে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) জুটি। ছবিতে জ্যোতি বসুর চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়কে। ছবির নাম ‘শিবপুর’।
কীরকম গল্প বলবে এই ছবি?
ছবির প্রেক্ষাপট আশির দশক। কলকাতা জুড়ে সেই সময় বাম-কংগ্রেসের রাজনৈতিক দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে মূলত হাওড়া ও শিবপুর এলাকায়। একের পর এক রাজনৈতিক হত্যা। তুমুল অরাজকতা। সেই রাজনৈতিক পরিস্থিতির রাশ ধরেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সঙ্গে ছিলেন আইপিএস অফিসার সুলতান সিং। সঙ্গী হয়েছিলেন এক মহিলাও। একরকমই এক গল্পকে ছবির পর্দায় আনছেন পরিচালক অরিন্দম। ছবিতে সুলতান সিংয়ের চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। স্বস্তিকা হলেন সেই মহিলা সঙ্গী।
[আরও পড়ুন: ফের বিপাকে রূপঙ্কর বাগচী, শিল্পীর নামে গান চুরির অভিযোগ তুলে থানায় গায়িকা ]
সংবাদমাধ্যমকে পরিচালক জানিয়েছেন, এই ছবিতে প্রেমের কোনও জায়গা নেই। একেবারে রাজনৈতিক ছবি। ছবির শুটিং শুরু হবে ৮ জুলাই থেকে। শুটিং হবে শিবপুর সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, এই ছবিতে স্বস্তিকাকে দেখা যাবে একেবারেই নো মেকআপ লুকে। ৫ জুলাই হবে অভিনেতাদের লুক টেস্ট।
[আরও পড়ুন: সিনেমার পর্দায় জন ও অর্জুনের সংঘাত, ‘এক ভিলেন রিটার্নস’-এর ট্রেলারে ভরপুর অ্যাকশন ]