অবশেষে ভালোবেসে শুভ পরিণয়। গোধূলি লগ্নে উদয়পুরের লীলা প্যালেসে চার হাত এক হল। ঘনিষ্ঠ মানুষদের সাক্ষী রেখেই পাঞ্জাবি রীতিতে বিয়ে হল। রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার রাজকীয় বিয়ের প্রতিটি মুহূর্তের আপডেট রইল এই প্রতিবেদনে।
রাত ৮.০০: পরীণিতির ‘বিদাই’য়ে বাজল ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির ‘কবীরা’ গানটি। ফাঁস ভিডিও।
বিকেল ৫.৪৫: শোনা যাচ্ছে, বিয়েতে আইভরি রঙের পোশাক পরেছেন রাঘব ও পরিণীতি। অভিনেত্রীর পোশাক ডিজাইন করেছেন মণীশ মালহোত্রা। এর মধ্যেই আবার লীলা প্যালেসের ভিতরে ফুলে সাজানো একটি লাল গাড়ি দেখা গিয়েছে। সেই গাড়িতেই নাকি অভিনেত্রীর ‘বিদাই’ হবে বলে জানা যাচ্ছে।
বিকেল ৪.৪৫: সূত্রের খবর মানলে, রাঘব-পরিণীতির বিয়ের সাত পাকের পর্ব শুরু হয়ে গিয়েছে। পার্ল হোয়াইট থিমে সাজানো হয়েছে বিয়ের আসর। মন্ত্র পাঠের শব্দ বাইরে থেকে শোনা যাচ্ছে।
দুপুর ১২.০০: প্রকাশ্যে এল রাঘণীতির সঙ্গীত অনুষ্ঠানের ছবি। শোনা গিয়েছে, নয়ের দশকের থিমে অনুষ্ঠানটি হয়েছে। আর সেখানে গান গেয়েছেন নভরাজ হংস। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে পরিণীতিকে গানের ছন্দে নাচতে দেখা যাচ্ছে। আর তাঁকে সঙ্গত দিচ্ছেন রাঘব।
সকাল ১১.০০: রাতের সঙ্গীত অনুষ্ঠান সারার পর সকাল থেকেই বিয়ের আসরে আসতে শুরু করেছেন পরিবারের সদস্যরা।
সকাল ১০.০০: পরিণীতি-রাঘবের বিয়ের জন্য সেজে উঠেছে উদয়পুরের লীলা প্যালেস।