shono
Advertisement

Breaking News

দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই স্বামীকে হারালেন অভিনেত্রী পৌষমিতা, কী হয়েছিল অর্ণবের?

শোকের ছায়া টেলিপাড়ায়।
Posted: 04:20 PM Jan 12, 2024Updated: 04:25 PM Jan 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই স্বামীকে হারালেন টেলিপর্দার অভিনেত্রী পৌষমিতা গৌস্বামী (Poushamita Goswami)। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরকালের জন্য বিদায় নিলেন টলিউড ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ অর্ণব রায় (Arnab Roy)।

Advertisement

‘মিঠিঝোরা’ সিরিয়ালে বর্তমানে অভিনয় করছেন পৌষমিতা। আর ধারাবাহিকের গল্পই যেন মিলে গেল বাস্তবে। স্বামীহারা ‘নন্দিনী’র চরিত্রে ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছেন তিনি। শুক্রবার সকালে এক দুঃসংবাদেই তোলপাড় হয়ে গেল টেলিপাড়া। আগামী ফেব্রুয়ারি মাসেই পৌষমিতা-অর্ণবের বিয়ের দু’বছরের জন্মদিন। তবে তার আগেই চিরবিদায় নিলেন অর্ণব।

[আরও পড়ুন: বাজপেয়ীর বায়োপিক কি লোকসভা ভোটপ্রচারে বিজেপির অস্ত্র? মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠী]

অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের কার্যনির্বাহী প্রযোজক ছিলেন অর্ণব রায়। টেলিপাড়ার জনপ্রিয় ইপি। তাঁর হাত ধরেই উঠে এসেছেন টেলিপর্দার একাধিক জনপ্রিয় মুখ। ‘বাঘ বন্দি খেলা’, ‘শ্রীময়ী’, ‘রিমলি’, ‘সাঁঝের বাতি’ একাধিক ধারাবাহিকে কাজ করেছেন পৌষমিতা গোস্বামী। ‘সাঁঝের বাতি’ সিরিয়ালের ইপি ছিলেন অর্ণব রায়। সেখান থেকেই শুরু পৌষমিতা-অর্ণবের প্রেমকাহিনী। ২০২১ সালে আইনি বিয়ে সেরেছিলেন তাঁরা। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সামাজিক মতে সাত পাকে বাঁধা পড়েন পৌষমিতা-অর্ণব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement