shono
Advertisement

কুকুরের হামলায় শিশুর মৃত্যু, হায়দরাবাদের মেয়রকে আটকে রাখার দাবি রামগোপাল বর্মার

হায়দরাবাদ প্রশাসনকেও একহাত নিয়েছেন পরিচালক-প্রযোজক।
Posted: 09:09 PM Feb 25, 2023Updated: 09:09 PM Feb 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার কুকুরের হামলায় মৃত চার বছরের শিশু। তাতেই ক্ষিপ্ত পরিচালক রামগোপাল বর্মা (Ram Gopal Varma)। সোশ্যাল মিডিয়ায় হায়দরাবাদ প্রশাসনকে একহাত নিয়েছেন তিনি। পাঁচ হাজার রাস্তার কুকুরের সঙ্গে হায়দরাবাদের মেয়রকে আটকে রাখার দাবিও জানিয়েছেন।

Advertisement

গত রবিবার হায়দরাবাদের আম্বারপেট থানা এলাকায় ঘটনাটি ঘটে। চার বছরের প্রদীপের উপর রাস্তার কিছু কুকুর হামলে পড়ে। ঘটনায় গুরুতর জখম হয় প্রদীপ। মৃত্যু হয় তার। এ নিয়ে আম্বারপেট থানায় অভিযোগও দায়ের হয়েছে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সোচ্চার হয়েছেন রামগোপাল বর্মা। হায়দরাবাদের প্রশাসন তথা মেয়রকে একহাত নিয়েছেন তিনি।

[আরও পড়ুন: ফের সাফল্যের শিখরে, হলিউড ক্রিটিক্স অ্যাসোসিয়েশনের মঞ্চে একগুচ্ছ পুরস্কার পেল RRR]

হায়দরাবাদের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী কেটিআর-কে উদ্দেশ্য করে রামগোপাল বর্মা লিখেছেন, “সাধারন মানুষ, তাই রাজনৈতিক সিস্টেমটা ঠিক বুঝি না। কেটিআরের কাছে অনুরোধ, যে কুকুরগুলি চার বছরের শিশুকে খুন করেছে তাদের হায়দরাবাদের মেয়র বিজয়লক্ষ্মীর বাড়িতে রাখা হোক।” এরপরই রামগোপাল বলেন, মেয়রকে পাঁচ হাজার রাস্তার কুকুরের সঙ্গে একটি ঘরে বন্ধ রাখা উচিত। তিনি দেখতে চান তাহলে কীভাবে মেয়র বিজয়লক্ষ্মী হাসিমুখে সেই কুকুরদের খাওয়াতে পারেন। মেয়র ও অ্যাম্বারপেটের শিশুর একটি ভিডিও-ও আপলোড করেন রামগোপাল।

এর আগে প্রদীপের মৃত্যুর বিচারের দাবি জানিয়ে প্রশাসনের কাছে একাধিক প্রশ্ন করেছেন রামগোপাল বর্মা। পরিচালক-প্রযোজক জানতে চেয়েছেন, রাস্তার কুকুরদের আক্রমণ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? যদি পশুদের প্রতি এত প্রেম থাকে তাহলে তাদের জন্য কেন শেল্টার হোমের ব্যবস্থা করা হয় না? করদাতাদের টাকা কেন তাঁদের সুরক্ষার জন্য ব্যবহার করা হয় না? উল্লেখ্য, চার বছরের শিশুর মৃত্যুতে অনেকেই শোকাহত। আর রামগোপালের এই বক্তব্যকে সমর্থনও করেছেন।

[আরও পড়ুন: অবিকল যেন সুশান্ত সিং রাজপুত, হৃতিকের পাশে কে এই অভিনেতা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement