সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার মুক্তি পেয়েছে মাস্টার ব্লাস্টারের বায়োপিক৷ আর মুক্তির পরই দেশবাসীকে আপ্লুত করেছে ‘শচীন: দ্য বিলিয়ন ড্রিমস৷’ ক্রিকেট ঈশ্বরের হাত ধরে বড়পর্দায় ফিরে এসেছে ক্রিকেটের সুবর্ণ যুগ৷ আট থেকে আশি, আমজনতা থেকে সেলিব্রিটি, সকলের মুখেই ছবির প্রশংসা শোনা যাচ্ছে৷ আর তারই মধ্যে এই বায়োপিককে কর মুক্ত ঘোষণা করল মধ্যপ্রদেশ সরকার৷
এর আগে পরিচালক জেমস এরস্কিনের ছবিটিকে কর মুক্ত ঘোষণা করেছিল ওড়িশা, কেরল, ছত্তিশগড় এবং মহারাষ্ট্র৷ সেই তালিকাতেই এবার যুক্ত হল মধ্যপ্রদেশ৷ যাতে আরও বেশি সিনেমাহলে ছবিটি মুক্তি পায় এবং সকল দেশবাসী তা দেখার সুযোগ পান, তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার৷ রাজ্যের অর্থমন্ত্রী জয়ন্ত মালাইয়া এখবর নিশ্চিত করেছেন৷
[শিশু থেকে ‘ঈশ্বর’ হওয়ার কাহিনি বলল ‘শচীন: দ্য বিলিয়ন ড্রিমস’]
ছবিতে লিটল মাস্টারই দর্শকদের সামনে নিজের ব্যক্তিগত এবং দীর্ঘ ক্রিকেট কেরিয়ারের নানা খুঁটিনাটি বিষয় তুলে ধরেছেন৷ ভক্তদের জানিয়েছেন, তাঁর জীবনের নানা সেরা মুহূর্তের কথা৷ বেশ কিছু পুরনো ছবি ও ভিডিও ফুটেজ ছবিতে ব্যবহার করেছেন পরিচালক৷ কোন ঘটনায় হতাশ হয়েছেন, কোন ঘটনা চিরস্মরণীয় হয়ে রয়েছে, সবই ধরা পড়েছে সেখানে৷ বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটারদের মুখ থেকে শোনা গিয়েছে তাঁর প্রশংসা৷ জানা গিয়েছে, স্বামীর ক্রিকেট ঈশ্বর হওয়ার নেপথ্যে স্ত্রী অঞ্জলির আত্মত্যাগের কাহিনিও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে৷ হিন্দি, মারাঠি, তামিল, তেলুগু এবং ইংরাজি, এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে ‘শচীন: দ্য বিলিয়ন ড্রিমস৷’ প্রথমদিনই এই ডকুমেন্ট্রি বক্স অফিসে ৮.৬ কোটি টাকার ব্যবসা করেছে বলে জানিয়েছেন ডিসট্রিবিউটাররা৷ এই বলিউড বায়োপিক গোটা বিশ্বে মোটা অঙ্কের ব্যবসা করবে বলেই আশা ছবির প্রযোজক রবি ভাগচন্দানির৷