সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির দিনই সেঞ্চুরি পার করেছিল শাহরুখ খানের (Pathaan)। দেশে ছবির আয় ছিল ৫৭ কোটি টাকা। তার ধারেকাছেও পৌঁছতে পারল না সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan)। চলচ্চিত্র বিশেষজ্ঞ তরণ আদর্শের টুইট অনুযায়ী প্রথম দিনে বলিউডের সুলতানের ইদ (Eid 2023) স্পেশ্যাল রিলিজের আয় ১৫ কোটি ৮১ লক্ষ টাকা।
দক্ষিণী সুপারস্টার অজিত অভিনীত তামিল ছবি ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি। সলমনের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ছবিতে সলমনের পাশাপাশি অভিনয় করেছেন দক্ষিণী তারকা ভেঙ্কটেশ, পূজা হেগড়ে, ভূমিকা চাওলা, জগপতিবাবু। এছাড়াও রয়েছেন জসসি গিল, শেহনাজ গিল, রাঘব জুয়েল, সিদ্ধার্থ নিগম, পলক তিওয়ারি।
[আরও পড়ুন: ইদের পবিত্র দিনে আল্লাহর কাছে ‘রেহেম’ চেয়ে একটাই প্রার্থনা মীর আফসার আলির]
২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পায় ‘পাঠান’। প্রথম দিনের আয় ছিল ১০৬ কোটি টাকা। যার মধ্যে দেশে ‘পাঠান’ মোট ৫৭ কোটি টাকার ব্যবসা করেছে। ৫৫ কোটি টাকা হিন্দি ভার্সানের মাধ্যমে আয় হয়েছে। আর ডাবিং ভার্সানের আয় ২ কোটি। শাহরুখ খানের কামব্যাক ছবির বাজেট ছিল প্রায় ২২৫ কোটি টাকা। এখনও পর্যন্ত ছবির মোট আয় ১০৫০ কোটি। অন্যদিকে ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর বাজেট ১২০ কোটি টাকা।
ইদে সলমনের ছবি প্রায় বাঁধাধরা। সেক্ষেত্রে প্রথম দিনের আয়ের নিরিখে ভাইজানের সবেচেয়ে সফল ছবি ‘ভারত’। আর কোন ছবি (ইদ রিলিজ) মুক্তির দিনে কত টাকার ব্যবসা করেছে? রইল তালিকা।
সলমনের ইদ স্পেশ্যাল ছবির প্রথম দিনের আয়
কিসি কা ভাই কিসি কা জান – ১৫.৮১ কোটি টাকা
ভারত – ৪২.৩০ কোটি টাকা
রেস ৩ – ২৯.১৭ কোটি টাকা
টিউবলাইট – ২১.১৫ কোটি টাকা
সুলতান – ৩৬.৫৪ কোটি টাকা
বজরঙ্গী ভাইজান – ২৭.২৫ কোটি টাকা
কিক – ২৬.৪০ কোটি টাকা
এক থা টাইগার – ৩২.৯৩ কোটি টাকা
বডিগার্ড – ২১.৬০ কোটি টাকা
দাবাং – ১৪.৫০ কোটি টাকা