shono
Advertisement

‘টাইগার ৩ দেখতে গিয়ে এই কাজ করবেন না!’, কোন নিষেধাজ্ঞা জারি করলেন সলমন?

দর্শকদের কাছে বিশেষ বার্তা ভাইজানের।
Posted: 01:16 PM Nov 11, 2023Updated: 01:17 PM Nov 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার আর মাত্র এক দিন। রাত পোহালেই আসছে সলমন খানের (Salman Khan) ‘দিওয়ালি বাম্পার’। টিজার, ট্রেলারে ইতিমধ্যেই হুঙ্কার দিয়েছেন বলিউডের ‘টাইগার’। এবার শুধু হিসেব করার পালা যে প্রথম এবং দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজির থেকে বক্স অফিসের মার্কশিটে কতটা এগিয়ে থাকবে ‘টাইগার ৩’ (Tiger 3)? ছবি নিয়ে যখন ভক্তদের উন্মাদনার পারদ তুঙ্গে, ঠিক সেই আবহেই দর্শকদের কাছে বিশেষ অনুরোধ রাখলেন ভাইজান।

Advertisement

সলমনের মন্তব্য, “অনেক ভালোবেসে ‘টাইগার ৩’ বানিয়েছি, তাই আমাদের অনুরোধ, আপনারা কোনওরকম স্পয়লার দেবেন না। আসলে স্পয়লার ছবি দেখার মজাটাই মাটি করে দেয়! আমাদের বিশ্বাস, আপনারা সঠিক পথেই হাঁটবেন। ‘টাইগার ৩’ আপনাদের জন্য একেবারে উপযুক্ত দিওয়ালির উপহার আমাদের তরফে। আগামীকাল হিন্দি, তামিল, তেলুগু ভাষায় রিলিজ করছে ছবি।” সোশাল মিডিয়াতেই এই বার্তা দিয়েছেন ভাইজান।

প্রসঙ্গত, হল থেকে বেরিয়েই ভক্তদের স্পয়লার দেওয়া রীতিমতো ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সেই অতি ভক্তির ঠেলায় মাঝেমধ্যে মাশুল গুণতে হয় সুপারস্টারদেরও! শাহরুখ খানের ‘জওয়ান’, ‘পাঠান’ হোক কিংবা আমির খানের ‘লাল সিং চাড্ডা’ বা অক্ষয় কুমারের ‘OMG 2’ ছবির ক্ষেত্রেও এর অন্যথা হয়নি। সেই প্রেক্ষিতেই আগেভাগে ভক্তদের কাছে স্পয়লার না দেওয়ার অনুরোধ রাখলেন সলমন খান।

[আরও পড়ুন: ‘মামলা হওয়া উচিত!’, রহমানের নজরুলগীতি রিমেক নিয়ে ক্ষুব্ধ পণ্ডিত অজয় চক্রবর্তী]

বক্স অফিসে সলমন ম্যাজিক আর সেভাবে চলছে না বর্তমানে। বিগত কয়েক বছরে সিনেবাজারে ভাইজানের মার্কশিটেই তা স্পষ্ট! ফিল্মি কেরিয়ারে লাগাতার ফ্লপ। চলতি বছর ইদেও বলিউড সুপারস্টারের ক্যাশবাক্সে ভাঁটা দেখে গিয়েছে। বহু প্রতীক্ষিত বিগ বাজেট ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ সমালোচক তো বটেই এমনকী দর্শকদের মন কাড়তেও ব্যর্থ হয়েছে। তবে ‘টাইগার ৩’র টিজার প্রকাশ্যে আসার পরই আশায় বুক বেঁধেছেন ভাইজান ভক্তরা। এবার বুঝি পুরনো ঝাঁজে পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি। সেই আবহেই অনুরাগীদের উদ্দেশে বিশেষ বার্তা সলমন খানের।

[আরও পড়ুন: দিওয়ালির উপহার ‘ডাঙ্কি’র নতুন পোস্টার, পরিবারের গুরুত্ব কী? বোঝালেন শাহরুখ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement