shono
Advertisement

Breaking News

‘কেউ সাহায্য করেনি…’, মেট্রোয় যৌন হেনস্তার শিকার অভিনেত্রী সানিয়া মালহোত্রা!

অশালীনভাবে তাঁকে ছোঁয়া হয়, অভিযোগ অভিনেত্রীর।
Posted: 08:57 PM May 23, 2023Updated: 08:57 PM May 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেট্রো স্টেশনে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। এমনটাই জানালেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা (Sanya Malhotra)। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে অতীতের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানান তিনি।

Advertisement

সানিয়া জানান, সেই সময় দিল্লির কলেজে পড়তেন তিনি। পড়া শেষে বাড়ি ফিরছিলেন মেট্রো করে। ভিড়ের মধ্যেই কয়েকজন ছেলে তাঁকে দেখে কুমন্তব্য করতে থাকেন। অশালীনভাবে গায়ে হাত দেন। কিন্তু যাত্রীদের কেউ সেই সময় সাহায্য করেননি।

[আরও পড়ুন: ‘মন্দিরে নাকি টাকা নষ্ট হয় এখন কেন যাচ্ছ?’, কেদারনাথ দর্শনে গিয়ে কটাক্ষের মুখে অক্ষয়]

অভিনেত্রী জানান, খুব ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। স্টেশন আসতেই মেট্রো থেকে নেমে পড়েন। কিন্তু দুষ্কৃতীদের দল তাঁর পিছু ছাড়েনি। ঘটনাচক্রে স্টেশনেও প্রচুর ভিড় ছিল। সেই ভিড়ের সুযোগ নিয়ে দৃষ্কৃতিদের চোখে ধুলো দিতে সক্ষম হন নায়িকা। শৌচালয়ে গিয়ে লুকিয়ে পড়েন তিনি। সেখান থেকে বাবাকে ফোন করে নিয়ে যেতে বলেন।

কলেজ পর্ব এখন অতীত। ২০১৬ সালে আমির খানের ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ করেন সানিয়া। তারপর ‘পটাকা’, ‘বাধাই হো’, ‘লুডো’র মতো সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। আগামীতে শাহরুখ খানের ‘জওয়ান’, ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুর’ সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। কিন্তু অতীতের স্মৃতি আজও ভুলতে পারেননি তিনি।

[আরও পড়ুন: খড়দহের ক্যানসার আক্রান্ত বৃদ্ধার বাড়িতে খাবেন মাছের ঝোল-ভাত! কথা দিলেন শাহরুখ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement