shono
Advertisement

Shah Rukh Khan: কিং ইজ ব্যাক! ট্রেনের ছাদে অ্যাকশন দৃশ্যের ভিডিও শেয়ার করে চমকে দিলেন শাহরুখ

ভিডিও দেখে মুগ্ধ শাহরুখের অনুগামীরা।
Posted: 11:20 AM Feb 23, 2022Updated: 11:46 AM Feb 23, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কিং ইজ ব্যাক’! ট্রেনের ছাদে জবরদস্ত অ্যাকশন করতে করতে দর্শকদের কাছে ফিরলেন শাহরুখ খান! হ্যাঁ, ইনস্টাগ্রামে নিজেই নয়া লুকের ভিডিও শেয়ার করেছেন বলিউড সুপারস্টার। যা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। মুগ্ধ শাহরুখের অনুগামীরা।

Advertisement

দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল শাহরুখের একটি ছবি। যেখানে লম্বা চুল আর সাদা দাড়িতে ধরা দিয়েছিলেন কিং খান। দাড়ির ফাঁক দিয়ে উঁকি মারছিল শাহরুখের (Shah Rukh Khan) সেই চেনা হাসি। পরে অবশ্য জানা যায় কিং খানের একটি পুরনো ছবিকে এডিট করে এমনটা তৈরি করা হয়েছিল। তবে এবার কোনও এডিট নয়। ভিডিও শেয়ার করে নিজের নয়া লুকেই সামনে এলেন তিনি। যা দেখে ‘ফিদা’ তাঁর অগণিত ভক্ত। হাজার হোক, দীর্ঘদিন পর শাহরুখকে অ্যাকশন দৃশ্যে দেখা গেল।

[আরও পড়ুন: টুইটারে প্রেমের শুরু, গোপনে গোয়া ট্রিপ! হৃতিককে বিয়ের প্রস্তাবও দিয়ে ফেললেন প্রেমিকা সাবা?]

শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, শাহরুখের গাল ভরতি দাড়ি এবং লম্বা চুল। এক ঝলক দেখলেই মনে পড়ে যায় তাঁর ‘ডন’ ছবির লুকের কথা। অনেকটা এই চেহারাতেই দর্শকদের মন কেড়েছিলেন তিনি। তাঁকে দেখে কে বলবে, সেই ছবি মুক্তির পর কেটে গিয়েছে অনেকগুলি বছর। শাহরুখের লুকের কাছে যেন সময়ও থমকে গিয়েছে। কিং খানকে এই লুকে দেখেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। তবে কি আপকামিং ‘পাঠান’ (Pathan) ছবির জন্যই প্রস্তুত হয়েছেন বলিউড বাদশা?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

আসলে একটি ঠান্ডা পানীয়র বিজ্ঞাপনের ভিডিও পোস্ট করেছেন শাহরুখ। সেখানেই ট্রেনের ছাদে ও কামরায় অ্যাকশন দৃশ্যে দেখা যাচ্ছে তাঁকে। ভিডিওর ক্যাপশনে লেখা, “নাম তো শুনেইছো প্রিয়, নরম নয়, একে বলে তুফান।” দীর্ঘদিন তাঁর ছবি দেখার ইচ্ছে পূরণ হয়নি ভক্তদের। তাই নতুন ভিডিও সামনে আসতেই চর্চা শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই টুইটারে ট্রেন্ডিং হয়ে গিয়েছে হ্যাশট্যাগ কিং ইজ ব্যাক (#KingIsBack)। অনেকেই শাহরুখের প্রশংসার পাশাপাশি ‘পাঠান’ ছবির মুক্তির দিনক্ষণও চেয়েছেন। এই ভিডিওই যেন প্রমাণ করে দেয়, বড়পর্দায় শাহরুখ অদৃশ্য হয়ে গেলেও তাঁর প্রতি ভালবাসা এক বিন্দুও কমেনি।

[আরও পড়ুন: সঙ্গমে রাজি? মিলবে অভিনয়ে সুযোগ! পরিচালকের মেসেজের স্ক্রিনশট শেয়ার উরফির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement