shono
Advertisement
Shabana Azmi-Arbaaz Khan

'ওর অঙ্গুলিহেলনেই তোমায় চলতে হবে!', নতুন বাবা আরবাজকে কেন সতর্কবার্তা শাবানা আজমির?

আরবাজকে শুভেচ্ছা শাবানা আজমির। দিলেন সতর্কবাণীও।
Published By: Arani BhattacharyaPosted: 08:00 PM Oct 18, 2025Updated: 08:00 PM Oct 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য দুই থেকে তিন হয়েছেন আরবাজ খান ও সুরা খান। ঘরে এসেছে কন্যাসন্তান। পরিবারের খুদে সদস্যকে নিয়েই দিন কাটছে তাঁদের। মেয়ের নাম রেখেছেন সিপারা। ৫ অক্টোবর ঠিক লক্ষ্মী পুজোর আগের দিন ভূমিষ্ঠ হয়েছে সিপারা মুম্বইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে। এবার সদ্য বাবা হওয়া আরবাজকে ইনস্টাগ্রামে একটি ছবি পোষ্ট করে শুভেচ্ছা জানালেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। সঙ্গে দিলেন সতর্কবাণীও।

Advertisement

এদিন যে ছবিটি পোষ্ট করেন শাবানা আজমি সেখানে দেখা যাচ্ছে আরবাজকে একটি চকোলেট কেক কাটতে। আর তাঁর সঙ্গেই রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী ছাড়াও জাভেদ আখতারকে। ক্যাপশনে শাবানা লিখেছেন, 'নতুন সদস্য সিপারার আগমনে অনেক শুভেচ্ছা রইল। তবে সাবধান ওর অঙ্গুলিহেলনেই তোমাকে চলতে হবে। এটা তোমার কন্যার জন্মগত অধিকার।' প্রত্যুত্তরে আরবাজ বলেছেন, 'অনেক ধন্যবাদ। আমি খুব খুশি হব ওর ওই ছোট্ট আঙুলের নির্দেশ মেনে চলতে।'বলে রাখা ভালো শাবানা আজমির পোস্ত করা এই ছবি খান পরিবারের তরফে আয়োজিত সুরার প্রাইভেট 'বেবি শাওয়ার'র। যেখানে হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠদের নিয়েই সমস্ত আয়োজন হয়েছিল।

২০১৬ সালে মালাইকা অররার সঙ্গে বিচ্ছেদের পর ২০২৩ সালে রূপটানশিল্পী সুরা খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আরবাজ। বিয়ের বছর ঘোরার সঙ্গে সঙ্গেই সুরার সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। চলতি বছরের আগস্ট মাসে সেই খবরে সিলমোহর দেন আরবাজ-সুরা। কবে আসবে নতুন অতিথি এই প্রশ্ন সকলের মনেই ঘুরপাক খাচ্ছিল। আরবাজ ও সুরার প্রথম সন্তানকে স্বাগত জানাতে অপেক্ষার প্রহর গুনছিল গোটা খান পরিবার। ‘পাটনা শুক্লা’ নামে এক ছবির শুটিং করতে গিয়েই সেটে সুরার সঙ্গে আলাপ হয় আরবাজের। সেখান থেকেই মন দেওয়া নেওয়া। শুভ পরিণয়, সুখী দাম্পত্যের পর এবার ঘরে এসেছে নতুন অতিথি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এদিন যে ছবিটি পোষ্ট করেন শাবানা আজমি সেখানে দেখা যাচ্ছে আরবাজকে একটি চকোলেট কেক কাটতে।
  • আর তাঁর সঙ্গেই রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী ছাড়াও জাভেদ আখতারকে।
  • ক্যাপশনে শাবানা লিখেছেন, 'নতুন সদস্য সিপারার আগমনে অনেক শুভেচ্ছা রইল।
Advertisement