shono
Advertisement
Pahalgam Terror Attack

'দেশের আত্মায় এটা আঘাত, না ভেবে পারছি না', পহেলগাঁও হামলায় স্তম্ভিত শ্রেয়া

পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ।
Published By: Tiyasha SarkarPosted: 11:19 AM Apr 24, 2025Updated: 12:20 PM Apr 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলায় (Pahalgam Terror Attack) স্তম্ভিত গোটা দেশ। প্রতিবাদে সরব হয়েছে সবমহল। উপযুক্ত জবাবের দাবি জানিয়েছেন। এবার পহেলগাঁও নিয়ে মুখ খুললেন গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সোশাল মিডিয়ায় লিখলেন, "এটা দেশের আত্মায় আঘাত, না ভেবে পারছি না।" মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন তিনি।

Advertisement

ঠিক কী লিখেছেন শ্রেয়া ঘোষাল? তিনি লেখেন, "পহেলগাঁওয়ের কথা না ভেবে পারছি না। ওটাই মাথায় ঘুরছে। ভয়ঙ্কর কাণ্ডের পর ওখানকার শান্ত পরিবেশ আমাকে ভাবাচ্ছে। ওদের পরিবারের কথা ভাবছি, যাঁদের জীবনটা আর কখনওই আগের মতো হবে না। এত সুন্দর, শান্তিপূর্ণ জায়গায় এতগুলো প্রাণ শেষ! আমার মন ভেঙে গিয়েছে।" তিনি আরও লেখেন, "যাঁদের সঙ্গে হিংসার কোনও যোগ নেই, তাঁরাই ভিক্টিম হল। এটা দেশের আত্মায় আঘাত।"

প্রসঙ্গত, মঙ্গলবার অর্থাৎ ২২ এপ্রিল জঙ্গি হানায় রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। মৃত্যু হয়েছে ২৬ জন পর্যটকের। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পর্যন্ত পুরো ঘটনায় স্তম্ভিত। তিনি বলছেন, “সাম্প্রতিক সময়ে কাশ্মীরে সাধারণ নাগরিক বা পর্যটকদের উপর এত ভয়াবহ হামলা হয়নি। নিন্দার কোনও ভাষা নেই।” বৈসরন উপত্যকায় যেভাবে পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে বেছে বেছে শুধু হিন্দু নাগরিকদের হত্যা করা হয়েছে, তাতে ক্ষোভের আগুনে ফুটছে গোটা দেশ। সরব হয়েছেন তাবড় তাবড় সেলেবরা। সলমন খান, শাহরুখ খান, সঞ্জয় দত্ত থেকে শ্রীজিত মুখোপাধ্যায়, অঙ্কুশ, মিমি-সকলেই ঘটনার নিন্দা করেছেন। সঞ্জয় দত্ত সোশাল মিডিয়ায় লিখেছিলেন, “ওরা ঠান্ডা মাথায় খুন করেছেন। এটা ক্ষমার অযোগ্য। ওই জঙ্গিদের জানা উচিত যে আমরা চুপ করে থাকব না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁও হামলায় স্তম্ভিত গোটা দেশ। প্রতিবাদে সরব হয়েছে সবমহল। উপযুক্ত জবাবের দাবি জানিয়েছেন।
  • এবার পহেলগাঁও নিয়ে মুখ খুললেন গায়িকা শ্রেয়া ঘোষাল।
  • সোশাল মিডিয়ায় লিখলেন, "পহেলগাঁও নিয়ে না ভেবে পারছি না।" মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন তিনি।
Advertisement