shono
Advertisement

কবিতা থেকে সিনেমার পর্দা, এবার পরিচালনায় কবি শ্রীজাত

কেমন সিনেমা তৈরি করছেন?
Posted: 02:59 PM Jun 26, 2021Updated: 06:23 PM Jun 26, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন কলমের জোরে মানুষের মন জয় করেছেন। এবার ক্যামেরার ফোকাসে চোখ রাখতে চলেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Bandyopadhyay)। পরিচালনার দুনিয়ায় পা রাখছেন জনপ্রিয় কবি।  প্রাথমিকভাবে ছবির নাম ‘মানবজমিন’ ঠিক করা হয়েছে।

Advertisement

‘মানবজমিন’ নামে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাস রয়েছে। কিন্তু সেই গল্পের সঙ্গে তাঁর প্রথম ছবির কোনও মিল নেই বলেই জানিয়েছেন পরিচালক শ্রীজাত। আচমকা কলম ছেড়ে পরিচালনায় কেন? সিনেমার সঙ্গে কবিতার সম্পর্ক বহুদিনের বলে মনে করেন শ্রীজাত। অনেক দিন ধরেই তাঁর মনে এমন কিছু কথা জমা রয়েছে, যা মানুষকে বলতে চান। সেই কথাই এবার সিনেমার মাধ্যমে বলবেন পরিচালক শ্রীজাত।

[আরও পড়ুন: Ray Series Review: কর্পোরেট পোশাকে কতটা মানানসই হল সত্যজিৎ রায়ের ৪টি গল্প?]

বেশ কিছুদিন ধরেই সিনেমা তৈরি করার ইচ্ছে ছিল শ্রীজাতর। কিন্তু কোনও প্রযোজক নাকি তাঁর উপর ভরসা করতে পারছিলেন না। রানা সরকার এগিয়ে আসেন। তাঁর প্রযোজনাতেই ছবিটি তৈরি করছেন শ্রীজাত। কারা অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি। তবে চিত্রনাট্যের পাশাপাশি নিজের ছবির জন্য গানও লিখছেন শ্রীজাত। আর তাঁর লেখা গানে সুর সাজাবেন জয় সরকার।

কেমন ছবি তৈরি করছেন শ্রীজাত? এই প্রশ্নের উত্তরে লেখক-পরিচালক জানিয়েছেন, নির্ভেজাল প্রেম ও রসিকতা দেখতে পছন্দ করেন বাঙালি দর্শক। তবে রহস্য, রোমাঞ্চ গল্পের ভিড়ে তা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। সেই হালকা মেজাজের গল্পই ফিরিয়ে আনতে চান শ্রীজাত। এক্ষেত্রে কবি তথা পরিচালকের আদর্শ তপন সিংয়ের ছবি। তাঁর ছবির ধরন বেশ ভাল লাগে শ্রীজাতর। তেমন ছবিই দর্শকদের জন্য তৈরি করতে চান।

সাফল্যের ইঁদুর দৌড়ে যোগ দিতে চান না পরিচালক শ্রীজাত। তিনি কেবল নিজের মনের কথা দর্শকদের সামনে তুলে ধরতে চান। দর্শকদের যদি তা ভাল লাগে তাহলে খুবই আনন্দের বিষয় হবে। সিনেমার পাশাপাশি লেখালেখির কাজও সমানভাবে চালিয়ে যাবেন শ্রীজাত। তাঁর কবিতার স্রোত সমানভাবেই বজায় থাকবে বলে আশা অনুরাগীদের।

[আরও পড়ুন: হঠাৎই অসুস্থ মিমি চক্রবর্তী, কসবায় ভুয়ো করোনা টিকা নেওয়ার জের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement