আইফা-র মঞ্চে চাঁদের হাট, নজর কাড়লেন বরুণ-শ্রদ্ধা-অর্জুনরা

04:27 PM Jun 23, 2018 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্ককে বসেছে চাঁদের হাট। হয়েছে তারকাদের সমাবেশ। শুরু হয়ে গিয়েছে ১৯তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ওরফে আইফা। প্রথম দিনেই নজর কাড়লেন অনিল কাপুর, করণ জোহর, অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুররা।

Advertisement

Advertising
Advertising

[ভাল থাকার সহজ উপায় নিয়ে প্রকাশ্যে ‘হ্যাপি পিল’-এর টিজার]

প্রতিবারই বিশ্বের কোথাও না কোথাও বসে আইফা-র আসর। নজর কাড়েন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খানরা। তবে এবারে আইফা একটু অন্যরকম। কারণ এবারে বলিউডের ইয়ং ব্রিগেড আইফা-র মঞ্চ দখল করেছেন। এবারে রেড কার্পেটে নজর কাড়তে তৈরি বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, কার্তিক আরিয়ান, শ্রদ্ধা কাপুর, কৃতি শ্যাননদের।

অবশ্য এর মাঝেও নিজের জায়গা করে নিয়েছেন করণ জোহর। শোয়ের বিশেষ সঞ্চালক হিসেবে দেখা গিয়েছে তাঁকে। করণের পাশাপাশি আয়ুষ্মান খুরানা ও কার্তিক আরিয়ানকেও দেখা গিয়েছে সঞ্চালক হিসেবে।

[মুন্নাভাই হয়ে ‘সঞ্জু’র নয়া টিজারে তাক লাগালেন রণবীর কাপুর]

এবারের আইফা-য় পারফর্ম করছেন বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, লুলিয়া ভান্তুর, কৃতি শ্যাননরা। তবে অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ রেখা। দুই দশক পর অ্যাওয়ার্ড ফাংশনের মঞ্চ মাতাবেন বলিউডের উমরাও জান। ইতিমধ্যেই ব্যাঙ্ককে পৌঁছে গিয়েছেন তিনি। ডিভার জন্য বিশেষ পোশাক ডিজাইন করেছেন প্রখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রা।

[হিলের ঠেলায় বেসামাল, অনুষ্ঠানে যাওয়ার পথে পড়েই গেলেন কাজল]

The post আইফা-র মঞ্চে চাঁদের হাট, নজর কাড়লেন বরুণ-শ্রদ্ধা-অর্জুনরা appeared first on Sangbad Pratidin.

Tags :
Advertisement
Next