shono
Advertisement

প্রয়াত তেলুগু ছবির জনপ্রিয় পরিচালক সূর্য কিরণ

কী হয়েছিল পরিচালকের?
Posted: 05:12 PM Mar 11, 2024Updated: 05:12 PM Mar 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৪৮ বছর বয়সে প্রয়াত তেলুগু ছবির জনপ্রিয় পরিচালক সূর্য কিরণ। সোমবার চেন্নাইয়ে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন পরিচালক। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পরিচালক।

Advertisement

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন সূর্য কিরণ। তাঁর চিকিৎসা চলছিল চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে। গতকাল রাতেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের নানা চেষ্টার পরেও, প্রাণে বাঁচতে পারেননি পরিচালক। চিকিৎসক জানিয়েছেন, খুব খারাপ ধরনের জন্ডিসের শিকার হয়েছিলেন পরিচালক।

[আরও পড়ুন: রেকর্ড! অ্যাকাডেমির মঞ্চেও ‘ওপেনহাইমার’ দাপট, জীবনের পয়লা অস্কার হাতে আবেগপ্রবণ নোলান]

ছোটবেলা থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন সূর্য কিরণ। শিশুশিল্পী হিসেবেই সিনেমায় পা রাখেন। ২০০৩ সালে প্রথম ছবি বানান তিনি। নাম সত্যম। প্রথম ছবি দিয়েই সূর্য বুঝিয়ে দিয়েছিলেন, তিনি লম্বা রেসের ঘোড়া। বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল এই ছবি। সত্যম-এ অভিনয় করেছিলেন সামান্থা ও জিনিলিয়া ডিসুজা। এরপর সূর্য পরিচালিত ধানা ৫১, রাজু ভাই, চ্যাপ্টার ৬ ছবিও বক্স অফিসে সুপারহিট। শুধু ছবি নয়, তেলুগু বিগ বস ১৪ -এর পরিচালনাও করেছেন তিনি।

[আরও পড়ুন: অস্কার পেল ‘মেসি’! বো-টাই পরে প্রচারের আলো কেড়ে নিল ‘সুপারস্টার’ সারমেয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement