shono
Advertisement

Breaking News

বাবা তারকনাথের সামনে মালাবদল, মন্দিরে সিঁদুরদান, বিয়ে করলেন টলিপাড়ার জুটি রুম্পা-অর্ণব

হানিমুনে কোথায় গেলেন নবদম্পতি?
Posted: 08:27 PM Jan 25, 2024Updated: 08:31 PM Jan 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় ফের বিয়ের সানাই। এবার সাত পাকে বাঁধা পড়লেন টলিপাড়ার জনপ্রিয় জুটি রুম্পা দাস ও অর্ণব চৌধুরী। প্রায় ১২ বছরের বন্ধুত্ব ও প্রেমপর্ব কাটিয়ে এবার চার হাত এক হল রুম্পা ও অর্ণবের। তবে জাঁকজমক অনুষ্ঠান নয়। বরং ২২ জানুয়ারি ছিমছামভাবে বিয়ে সারলেন রুম্পা ও অর্ণব। জানা গিয়েছে, বাবা তারকানাথের গর্ভগৃহে হয়েছে তাঁদের বিয়ে। তার পর বাড়ির সামনে মন্দিরে গিয়ে রুম্পার সিঁথিতে সিঁদুর পরান অর্ণব।

Advertisement

রুম্পা ও অর্ণব দুজনেই টেলি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। রুম্পাকে অভিনয় করছেন ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালে। গল্পে নায়িকা শিমূল ওরফে মানালি দে-এর ননদের চরিত্রে অভিনয় করছেন তিনি। অন্য দিকে ‘মিঠিঝোরা’ সিরিয়ালে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন অর্ণব।

[আরও পড়ুন: অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কে চিড়! সলমন আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘প্রাক্তন হিসেবে…’]

জানা গিয়েছে, মন্দিরে বিয়ে করলেও, বাড়িতেই বন্ধু-বান্ধব, অতিথি সমাগমে বিয়ের সব অনুষ্ঠান পাল করেছেন এই জুটি। এই মুহূর্তে তাঁরা পাহাড়ে গিয়েছেন মধুচন্দ্রিমায়।

[আরও পড়ুন: TRP তালিকায় প্রথম স্থান ধরে রাখতে পারল ‘জগদ্ধাত্রী’, দ্বিতীয়-তৃতীয় স্থানে কোন সিরিয়াল?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement