সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতার উদযাপন৷ বোল্ডনেসই স্বাধীনতার প্রকৃত বয়ান৷ ঠিক এই ভাবনা থেকেই প্রকাশ্যে টপলেস হলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী ব়্যাচেল হোয়াইট৷ তাঁর সাহসে রীতিমতো হইচই টলিপাড়ায়৷
[ রাসমণি হয়ে বাজিমাত, মাধ্যমিকে এবার কেমন ফল দিতিপ্রিয়ার? ]
বাংলা ও হিন্দি সিনেমার চেনা মুখ ব়্যাচেল৷ বলিউডে কাজ করেছেন দাপিয়ে৷ ইমরান হাসমির বিপরীতে অভিষেক হয় তাঁর৷ সেটা ২০১৪ সাল৷ ‘উঙ্গলি’ ছবিতে ছিলেন সঞ্জয় দত্ত, কঙ্গনা রানাউত, নেহা ধুপিয়ার মতো তারকারাও৷ তাঁদের সঙ্গেই সমান তালে কাজ করে নজর কাড়েন ব়্যাচেল৷ পাশাপাশি বিজ্ঞাপনের কাজে শাহরুখ খান, ইরফানের খানের মতো তাবড় তারকাদেরও বিপরীতেও দেখা গিয়েছে তাঁকে৷ একাধিক বাংলা ছবিতেও কাজ করেছেন৷ ‘দেবী’, ‘হর হর ব্যোমকেশ’, ‘ওয়ান’-এর মতো ছবিতে জনপ্রিয় এই নায়িকার অভিনয় দেখেছেন বাঙালি দর্শক৷ বলিউড ও টলিপাড়ার এই চেনা মুখের এহেন সাহসে এখন স্তম্ভিত সিনেদুনিয়ার বাসিন্দারা৷
৭ জুন সোশ্যাল মিডিয়ায় একটি টপলেস ছবি পোস্ট করেন ব়্যাচেল৷ সঙ্গে লেখেন বোল্ড হওয়ার মধ্যেই লুকিয়ে আছে স্বাধীনতার অর্থ৷ তবে একটা ছবি পোস্ট করেই থেমে থাকেননি নায়িকা৷ শুক্রবার আরও একটি টপলেস ছবি পোস্ট করেন তিনি৷ জানান, এই বোল্ডনেসের পথ ধরেই এখন চলার সিদ্ধান্ত তাঁর৷
দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী এষা গুপ্তা৷ সমালোচনার মুখ বন্ধ করেন অভিনব উপায়ে৷ টপলেস ছবি পোস্ট করে তিনি জানিয়ে দেন, তাঁর স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না৷ ব়্যাচেলও কি সেই স্টিরিওটাইপ ভাঙার পথেই? টলিপাড়ার অনেকে অন্তত তাই-ই মনে করছেন৷
The post টপলেস ছবি পোস্ট টলিপাড়ার জনপ্রিয় নায়িকার, শোরগোল নেটদুনিয়ায় appeared first on Sangbad Pratidin.
