shono
Advertisement

‘টেলিভিশনের অভিনেতারা কি যোগ্য সম্মান পাবে না?’সাংবাদিকের বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণা

ঠিক কী ঘটেছে তৃণার সঙ্গে?
Posted: 01:32 PM Dec 20, 2022Updated: 02:11 PM Dec 20, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিভিশনের জনপ্রিয় মুখ তিনি। ‘খড়কুটো’  ধারাবাহিকে ‘গুনগন’ হয়ে সবার মন জয় করেছিলেন। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ওয়েব সিরিজেও। হ্যাঁ, সবার প্রিয় অভিনেত্রী তৃণা সাহা। টলিপাড়ার এই মিষ্টি মেয়েটা সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয়। কিন্তু এই মিষ্টি অভিনেত্রী হঠাৎই হয়ে উঠলেন অভিমানী। অভিমানের চোটে সোশ্যাল মিডিয়ায় এমন এক পোস্ট করলেন, যা দেখে সকাল সকালই টলিপাড়ায় হইচই। অনুরাগীরা তো বলেই বসলেন, হঠাৎ তৃণার (Trina Saha) কী হল?

Advertisement

কী পোস্ট করলেন তৃণা?

ইনস্টাগ্রামে তৃণা লিখলেন, ”সিনেমার অভিনেতা/অভিনেত্রী বা টেলিভিশনের অভিনেতা/অভিনেত্রীদের কি কোনও শ্রেণি দিয়ে ভাগ করা যায়? সকলেরই তো কাজ মানুষকে এন্টারটেনমেন্ট উপহার দেওয়া। সকলে নিজের নিজের স্থানে প্রতিষ্ঠিত। তবু কেন সব সময় সিনেমার থেকে টেলিভিশনকে ছোট করে দেখান হয়? সিনেমা বা টেলিভিশনের মধ্যে দ্বন্দ্বের কোন অবকাশ নেই। তাহলে সার্কাস থেকে শাহরুখ হত না।”

[আরও পড়ুন: ভাল অভিনেতা কাকে বলে? চলচ্চিত্র উৎসবে এসে অভিনয়ের পাঠ দিলেন নীরজ কবি]

তৃণা তাঁর এই পোস্টে আরও লেখেন,’ প্রিয় সাংবাদিক মনে রাখবেন- সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে।’

এই পোস্ট নিয়ে বিশদে জানতে সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে তৃণার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ”এখন যা অবস্থা, সবাই সবার নামে সমালোচনা করতে ব্যস্ত। আমি কখনই কারও নামে সমালোচনা করি না। না আমার সহকর্মীদের কখনও কিছু বলেছি, না কোনও সাংবাদিক বা চ্যানেলের নামে খারাপ কথা বলেছি। কিন্তু সম্প্রতি এক চ্য়ানেলের এক সাংবাদিক টেলিভিশনের অভিনেত্রীদের একটা শ্রেণিতে ফেলে দিয়েছেন, সেটা খুবই দুঃখজনক, খুবই অপমানজনক। এই পোস্টটা শুধু আমার জন্য নয়। আমরা যাঁরা টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, তাঁদের সবার জন্য। মনে হয় আমাদের এখন প্রতিবাদ করার সময় এসেছে।”

তৃণার কথায়, ”সংবাদমাধ্যম আর আমরা মোটামুটি একই ইন্ডাস্ট্রির অংশ। সেই সাংবাদিকের উক্তি আসলে এই কর্মজগতকে অপমান করে বলে আমার মনে হয়। এটা একেবারেই অনুচিত।”

তৃণা জানান, এক জনপ্রিয় বাংলা সংবাদ টিভি চ্যানেলের এক সাংবাদিক টেলি ধারাবাহিকের অভিনেতা ও অভিনেত্রীদের ‘পঞ্চমশ্রেণি’র অভিনেতা বলে মন্তব্য করেছেন। তৃণার কাছে এই ধরনের মন্তব্য অত্যন্ত অপমানজনক। এর তীব্র বিরোধিতা করা উচিত। আর এই বিষয়কে কেন্দ্র করেই তৃণার এমন পোস্ট।

[আরও পড়ুন: দুবাইয়ে গিয়ে বিপাকে উরফি, খোলামেলা পোশাক পরায় পুলিশের হাতে আটক অভিনেত্রী ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement