shono
Advertisement

OMG! মাঝ আকাশে দমবন্ধ হয়ে মরতে বসেছিলেন টুইঙ্কল

কিন্তু কেন? কী এমন হল তাঁর সঙ্গে? The post OMG! মাঝ আকাশে দমবন্ধ হয়ে মরতে বসেছিলেন টুইঙ্কল appeared first on Sangbad Pratidin.
Posted: 12:54 PM Jul 24, 2017Updated: 07:24 AM Jul 24, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝ আকাশে এমন বিপত্তি হতে পারে, বোধহয় স্বপ্নেও ভাবেননি টুইঙ্কল খান্না৷ দিব্যি বিমানে উঠে বসেছিলেন অক্ষয়-ঘরনি৷ ভেবেছিলেন এবার নিশ্চিন্তেই গন্তব্যে পৌঁছানো যাবে৷ কিন্তু হঠাৎই বিকট গন্ধ নাকে এসে লাগে তাঁর৷ গন্ধের তীব্রতা এতটাই ছিল যে প্রায় দমবন্ধ হয়ে আসছিল টুইঙ্কলের৷ মাঝ আকাশে বিমানে এমন গন্ধ কোথা থেকে আসতে পারে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল তাঁর মাথায়৷ এদিকে-ওদিকে গন্ধের উৎস খোঁজার চেষ্টা করছিলেন ‘মিসেস ফানি বোনস’৷ শেষকালে মিলল দুর্গন্ধের সূত্র৷ এক সহযাত্রীর মোজা থেকেই ছড়িয়ে পড়ে এই দুর্গন্ধ৷ টুইঙ্কলের কথায়, দু’টি ব্যাঙ মরে পচে গেলে যেমন গন্ধ পাওয়া যায়, ঠিক তেমন গন্ধই বের হচ্ছিল ওই ব্যক্তির মোজা দু’টি থেকে৷

Advertisement

 

[আজানের শব্দে ঘুমোতে পারি না, সোনুর পর বিস্ফোরক মন্তব্য এই অভিনেত্রীর]

এ বিষয়ে বিমানসেবিকার সঙ্গেও কথা বলেন টুইঙ্কল৷ নিজে নাক দিয়ে পরীক্ষা করে তিনিও নিশ্চিত হন ওই যাত্রীর মোজার সৌজন্যেই এত দুর্গন্ধ গোটা বিমানে৷ কিন্তু এ কথা কি কোনও মানুষকে সরাসরি বলা যায়? তাহলে কী উপায়? উপায় একটা হল বটে৷ ওই ব্যক্তি ঘুমিয়ে পড়ার পর বিমানসেবিকাই সেই উপায়টি করলেন৷ সোজা তাঁর পায়ে গিয়ে প্রচুর পরিমানে পারফিউম স্প্রে করে দিলেন৷

 

এতে কিছুটা হলেও রেহাই মেলে৷ অনেকক্ষণ বাদে যেন ধরে প্রাণ আসে টুইঙ্কলের৷ একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে সক্ষম হন তিনি৷ সুগন্ধের সৌজন্যে এ যাত্রায় রক্ষে পেলেন ‘মিসেস ফানি বোনস’৷

[‘উত্তমজেঠুর মতো কেউ আগামী ১৩৭ বছরেও আসবে না’]

The post OMG! মাঝ আকাশে দমবন্ধ হয়ে মরতে বসেছিলেন টুইঙ্কল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement