shono
Advertisement

‘উড়তা পাঞ্জাব’-এর বিরুদ্ধে এবার মামলা সুপ্রিম কোর্টে

পাঞ্জাবের এক স্বেচ্ছাসেবি সংস্থা বম্বে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দ্বারস্থ হয়েছে দেশের সর্বোচ্চ আদালতের৷ ছবির মুক্তিতে স্থগিতাদেশ চেয়েই এই আবেদন৷ The post ‘উড়তা পাঞ্জাব’-এর বিরুদ্ধে এবার মামলা সুপ্রিম কোর্টে appeared first on Sangbad Pratidin.
Posted: 06:07 PM Jun 15, 2016Updated: 12:51 PM Jun 15, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘শেষ হয়েও হইল না শেষ৷’ উড়তা পাঞ্জাব-এর নিয়তিতে যেন এ কথাই অক্ষরে অক্ষরে সত্যি হল৷ বম্বে হাই কোর্টের ঐতিহাসিক রায়ের পরেও মিলল না স্বস্তি৷ ছবির বিরুদ্ধে এবার মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে৷ হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল পাঞ্জাবের এক স্বেচ্ছাসেবি সংস্থা৷

Advertisement

গোড়া থেকেই বিতর্কে ‘উড়তা পাঞ্জাব’৷ ছবিটিকে ছাড়পত্র দিতে নারাজ ছিল সিবিএফসি৷ মোট ৮৯টি দৃশ্য বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়৷ ছবির নামে ‘পাঞ্জাব’ শব্দ নিয়েও আপত্তি তোলা হয়৷ এমনকী ছবির প্রেক্ষাপট থেকে পাঞ্জাবকে বাদ দেওয়ারও নির্দেশ দেয় সেন্সরের রিভাইজিং কমিটি৷ এই প্রস্তাবের বিরুদ্ধে বম্বে হাই কোর্টে মামলা করে ছবির প্রযোজক সংস্থা ফ্যান্টম ফিল্মস৷ যুগান্তকারী রায়ে আদালত জানায়, ছবি থেকে দৃশ্য বাদ দেওয়ার কোনও এক্তিয়ারই নেই সিবিএফসির৷ তাদের কাজ শুধুমাত্র ছবিটিকে ছাড়পত্র দেওয়া৷ প্রকাশ্যে মূত্রত্যাগের একটি দৃশ্য বাদ দিয়েই ছবিটিকে ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেয় আদালত৷ সেইমতো ১৭ জুন ছবি মুক্তি পাওয়ার কথা৷

কিন্তু এরই মধ্যে আরও একবার বিপাকে উড়তা৷ এএনআই সূত্রে খবর, এবার পাঞ্জাবের এক স্বেচ্ছাসেবি সংস্থা বম্বে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দ্বারস্থ হয়েছে দেশের সর্বোচ্চ আদালতের৷ ছবির মুক্তিতে স্থগিতাদেশ চেয়েই এই আবেদন৷ ফলে ছবিমুক্তির দিন আরও পিছল বলেই মনে করা হচ্ছে৷

এই সম্ভাবনার কথা আগেও উড়িয়ে দেওয়া হচ্ছিল না৷ এরকম কোনও পদক্ষেপের কথা আঁচ করেই ছবির অন্যতম প্রযোজক অনুরাগ কাশ্যপের কাছে জানতে চাওয়া হয়েছিল, এক্ষেত্রে তাঁরা কী করবেন৷ অনুরাগ জানিয়েছিলেন, যে কোনও আদালতে গিয়েই ছবির সপক্ষে তাঁদের বক্তব্য পেশ করতে রাজি তিনি৷ এবারও সেই পথেই  হাঁটতে বাধ্য হবেন তিনি৷ তবে  ছবির মুক্তি নিয়ে এই মুহূর্তে প্রশ্ন থেকেই গেল৷

The post ‘উড়তা পাঞ্জাব’-এর বিরুদ্ধে এবার মামলা সুপ্রিম কোর্টে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement