shono
Advertisement

অভিনব কায়দায় মহাত্মাকে শ্রদ্ধা বরুণ-অনুষ্কার

দেখুন ভিডিও- The post অভিনব কায়দায় মহাত্মাকে শ্রদ্ধা বরুণ-অনুষ্কার appeared first on Sangbad Pratidin.
Posted: 06:21 PM Oct 02, 2017Updated: 02:08 PM Oct 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি মুক্তি পাবে পরের বছর। অথচ টিজার মুক্তি পেল সোমবারই। কারণ তারিখটা ২ অক্টোবর। মহাত্মা গান্ধীর জন্মদিন। আর জাতির জনককে শ্রদ্ধা জানিয়েই নতুন ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আনল যশরাজ ফিল্মস। আর বলিউডকে উপহার দিল নতুন জুটি বরুণ ধাওয়ান, অনুষ্কা শর্মা। টিজারে দেশকে ‘মেড ইন ইন্ডিয়া’র বার্তা দিয়েই ছবির কাজ শুরু করলেন দুই তারকা।

Advertisement

 

[বিমানসংস্থার কর্মীর অন্তর্বাস খুলে নেওয়ার হুমকি, বিতর্কে আদিত্য নারায়ণ]

এই প্রথমবার এক ফ্রেমে ধরা দেবেন বরুণ-অনুষ্কা। কিন্তু দু’জনের অফস্ক্রিন রসায়ন ইতিমধ্যেই বেশ ভাল। সোশ্যাল মিডিয়াতেই মিলেছে সে প্রমাণ। ছবির টিজার মুক্তির আগে রীতিমতো ধাঁধার খেলায় মেতেছিলেন দুই তারকা। অনুষ্কা করছিলেন প্রশ্ন। আর উত্তর দিয়েছিলেন বরুণ।

 

[OMG! ক্যামেরার সামনে নগ্ন হয়েছেন ‘বিগ বস ১১’-র এই প্রতিযোগী]

২০১৮ সালে গান্ধী জয়ন্তীর দিনই মুক্তি পাবে পরিচালক শরৎ কাটারিয়ার এই ছবি। তাই চলতি বছরে মহাত্মার জন্মদিনেই মুক্তি পেল টিজার। প্রথমবার একসঙ্গে কাজ করছেন। কিন্তু অনুষ্কার সঙ্গে ইতিমধ্যেই নাকি চরিত্র নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন। নায়কের দাবি, ছবির চরিত্রদের সঙ্গে সবচেয়ে বেশি কানেক্ট করতে পারবেন সাধারণ দর্শকরা। কারণ তাঁরাই ‘মেড ইন ইন্ডিয়া’র ইউএসপি।

[এক ছবিতেই নেটদুনিয়ায় হইচই ফেললেন দিশা পাটানি]

 

The post অভিনব কায়দায় মহাত্মাকে শ্রদ্ধা বরুণ-অনুষ্কার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার