সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ হারিয়েছেন তাঁর স্বজন আবার কেউ হারিয়েছেন চাকরি। সব মিলিয়ে করোনা পরিস্থিতিতে প্রায় দমবন্ধ দশা সকলের। এমনই দুঃসময়ে চলচ্চিত্র জগতেও ফের ইন্দ্রপতন। ইহলোকের মায়া কাটিয়ে অমৃতলোকে পাড়ি বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের (Dilip Kumar)। বার্ধক্যজনিত অসুস্থতাই পরিজন এবং লক্ষ লক্ষ অনুরাগীদের কাছ থেকে কেড়ে নিয়েছে তাঁকে। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদুনিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
বয়সজনিত কারণে নানা রোগের শিকার হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। দীর্ঘদিন ধরেই চলছিল রোগভোগ। বুধবার সকালে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের শয্যাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন দিলীপ কুমার। জানা গিয়েছে, ১১টার মধ্যে তাঁর দেহ বাড়িতে পৌঁছবে। এরপর বিকেল চারটের সময় জুহুতে শেষকৃত্য হবে অভিনেতার। দিলীপ কুমারের মৃত্যুতে একটি যুগের অবসান হল, টুইটে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে লেখেন, “অসামান্য প্রতিভার অধিকারী ছিলেন দিলীপ কুমারজি। তাঁর কাজ বহু প্রজন্মকে মোহিত করেছে। তাঁকে একজন সিনেম্যাটিক কিংবদন্তী হিসেবে মনে রাখবে দেশ। আমাদের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি হল। ওঁর পরিবার, পরিজন এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা।”
[আরও পড়ুন: সিনেমা খরা কাটল সোনাক্ষী সিনহার, বনশালির বিগ বাজেটের ছবিতে সই অভিনেত্রীর]
রাজনাথ সিংও টুইটে শোকজ্ঞাপন করেন।
সায়রা বানুকে টুইটে সমবেদনা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “দিলীপ কুমারের অভিনয় ভবিষ্যৎ প্রজন্মের সিনেমাপ্রেমীদের মনে গেঁথে থাকবে।”
বাদ যাননি কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তিনিও টুইটে বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
শোকে ভাসছে বলিউড। ‘ট্র্যাজেডি কিং’য়ের মৃত্যুতে একটি যুগের অবসান হল বলেই মনে করছেন বিগ বি অমিতাভ বচ্চন।
অমিতাভ বচ্চন ছাড়াও ধর্মেন্দ্র, অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ সকলেই কিংবদন্তি অভিনেতার প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন।