shono
Advertisement

প্রয়াত প্রখ্যাত অভিনেতা বিনোদ খান্না

দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি... The post প্রয়াত প্রখ্যাত অভিনেতা বিনোদ খান্না appeared first on Sangbad Pratidin.
Posted: 12:06 PM Apr 27, 2017Updated: 07:48 AM Apr 27, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭০ বছর বয়সে চলে গেলেন অভিনেতা-সাংসদ বিনোদ খান্না। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। মুম্বইয়ের গিরগাম এলাকার এইচএন রিলায়েন্স ফাউনডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে সেখানেই জীবনাবসান হয় তাঁর। জনপ্রিয় এই বলিউড তারকার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে চলচ্চিত্র মহলে।একই ছবি বিভিন্ন রাজনৈতিক মহলেও। পাঞ্জাবের গুরদাসপুরের বিজেপি সাংসদ ছিলেন বিনোদ খান্না। চারবার এই আসন থেকে জেতেন তিনি। টুইটারে একের পর এক শোকবার্তা আসতে শুরু করেছে।

Advertisement


— Rajnath Singh (@rajnathsingh) April 27, 2017

অভিনয় জীবনের শুরুটা নেগেটিভ চরিত্র দিয়ে করলেও খুব শিগগিরিই নায়কের চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন বিনোদ খান্না।  চার দশকেরও বেশি সময় ধরে অব্যাহত সেই পালা। হেরাফেরি, মুকাদ্দর কা সিকান্দর, অমর আকবর অ্যান্টনি-র মতো ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন অমিতাভ বচ্চনের পাশাপাশি। বেশ কয়েকবার ফিল্মফেয়ারের সহ-অভিনেতার পুরস্কার পুরে নিয়েছেন নিজের ঝুলিতে। কুরবানি ছবির জন্য পেয়েছেন সেরা অভিনেতার মনোনয়ন।


— Babul Supriyo (@SuPriyoBabul) April 27, 2017

১৯৯৯ সালে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দিয়ে তাঁকে সম্মানিত করে ফিল্মফেয়ার। মাঝে আধ্যাত্মের পথ বেছে নিয়েছিলেন বটে। তবে ফিরে এসেছেন স্বমহিমায়। শেষবার তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছিল শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে’ ছবিতে। তারপর বেশ কিছুদিন নিজের রাজনৈতিক জীবন নিয়ে ব্যস্ত ছিলেন বর্ষীয়ান অভিনেতা। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখার পরই তাঁকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

The post প্রয়াত প্রখ্যাত অভিনেতা বিনোদ খান্না appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার