shono
Advertisement

‘নাটু নাটু’র অস্কার জয়ে শুভেচ্ছা অন্ধ্রের মুখ্যমন্ত্রীর, ‘কুয়োর ব্যাঙ’, দাবি আদনান সামির

প্রাদেশিক মনোভাব নিয়ে কটাক্ষ সঙ্গীতশিল্পীর।
Posted: 07:18 PM Mar 14, 2023Updated: 06:27 PM Mar 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (Academy Awards) মঞ্চে হইচই ফেলে দিয়েছে  তেলেগু ছবি আরআরআর (RRR)। মৌলিক গান বিভাগে সেরার সেরা হয়েছে এই ছবির গান ‘নাটু নাটু’। এরপর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছে টিম আরআরআর। শুভেচ্ছা জানিয়ে টুইট করেন অন্ধপ্রদেশের (Andhra Pradesh) মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিও (YS Jagan Mohan Reddy)। ছবির কলাকুশলীদের শুভেচ্ছাবার্তায় তেলেগু ভাষা নিয়ে গর্ব প্রকাশ করেন তিনি। যদিও জগন মোহনের শুভেচ্ছাবার্তা পছন্দ হয়নি সঙ্গীতশিল্পী আদনান সামির (Adnan Sami)। তাঁর কটাক্ষ ‘প্রাদেশিকতার কূপমণ্ডুক’। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং সঙ্গীতশিল্পীর টুইট নিয়ে শোরগোল নেটদুনিয়ায়।

Advertisement

আন্তর্জাতিক মঞ্চে ‘আরআরআর’ পুরস্কৃত হওয়ায় নির্দিষ্ট করে তেলেগু ভাষা এবং অন্ধ্রপ্রদেশের রাজ্যের নাম করে টুইট করেন জগন মোহন। লেখেন, “সবার উপরে উড়ছে তেলুগু পতাকা। তেলেগু গানের জন্য গর্বিত। আমাদের লোকসংস্কৃতির গান, আজ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল। রাজামৌলি, জুনিয়র এনটিআর, রাম চরণ তোমরা ফের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছ।” অন্ধ্রের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যই পছন্দ হয়নি আদনানের। ‘প্রাদেশিক কূপমণ্ডুক’, ‘কুয়োর ব্যাঙ’ বলে কটাক্ষ করেন সঙ্গীতশিল্পী। তিনি লেখেন, “একেই বলে প্রাদেশিক মানসিকতার কুয়োর ব্যাঙ। এর সমুদ্রের কথা কল্পনাও করতে পারেন না। আপনাদের লজ্জিত হওয়া উচিত, আঞ্চলিক বিভেদ সৃষ্টি করার জন্য দেশের গর্বের বিষয়টা গ্রাহ্য করছেন না। জয় হিন্দ।”

[আরও পড়ুন: ৮০ কোটি টাকায় অস্কার কিনেছেন রাজামৌলি! ‘RRR’ ছবির টিমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ]

কোনও কোনও নেটিজেন আদনানের এই বক্তব্যকে সমর্থন করলেও অনেকেই একমত নন। তাঁরা পালটা একহাত নিয়েছেন সঙ্গীতশিল্পীকে। অন্ধ্রের মুখ্যমন্ত্রীর নিজের ভাষার প্রতি গর্বিত হওয়ার মধ্যে খারাপ কিছু দেখেননি তাঁরা। একজন লিখেছেন, “উনি একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী। নিজের ভাষার জন্য গর্বিত হওয়াটাই স্বাভাবিক।” আরেকজন লিখেছেন, “এর মধ্যে কোনও দোষ দেখছি না।” উল্লেখ্য, আরআরআর গোল্ডেন গ্লোব পাওয়ার পরে জগন মোহন রেড্ডি শুভেচ্ছা জানিয়েছিলেন ছবির কলাকুশলীদের, তখনও মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেছিলেন আদনান।

[আরও পড়ুন: ‘তোমাদেরও জয় হো!’, অস্কারের নস্ট্যালজিয়ায় ভেসে ‘RRR’ ছবির টিমকে শুভেচ্ছা এ আর রহমানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement