সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এরোটিক থ্রিলার! তাও আবার নামেই আনসেন্সরড! পরতে পরতে উত্তেজনা, টইটম্বুর যৌনতা, লাস্যময়ীর আবেদন, শরীরী বিভঙ্গের হাতছানি…. সবই উপস্থিত চোখের সামনে। তবে এক ঝলকের জন্য।
‘XXX আনসেন্সরড’। নামকরণের সার্থকতা যে কাকে বলে তা এর ট্রেলার দেখলেই মালুম হয়। যুগ এখন দ্রুতগতিতে এগোচ্ছে। একসময় সেক্স নিয়ে আলোচনা যেখানে ট্যাবু ছিল, সেই দেশেই তৈরি হচ্ছে এরোটিক ছবি। সেন্সর বোর্ডকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে ব্যবসা করছে যৌনতায় ভরপুর ওয়েব সিরিজগুলি। আর করবে নাই বা কেন জেন-ওয়াই তো আর ট্যাবুর ধার ধারে না। যৌনতা জীবনে জরুরি। আর সেটা যদি একটু প্যাশনেট হয়, ক্ষতি কী? সেন্সর বোর্ড অবশ্য এসব ক্ষেত্রে কখনই ছাড়পত্র দেয় না। কিন্তু ওয়েব সিরিজ তাদের হাতের বাইরে। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে ওয়েব সিরিজ নির্মাতারা। তারই উদাহরণ ‘XXX আনসেন্সরড’।
[ শ্বাসকষ্টে ভুগছেন প্রিয়াঙ্কা! অভিনেত্রীর টুইটে মন খারাপ অনুরাগীদের ]
যৌনতা মানেই শুধু সঙ্গম নয়। তার আরও ভাগ আছে। অনেকভাবে উত্তেজনা আসে শরীরে। আধুনিক নারী বা পুরুষমাত্রই সেকথা জানে। কিন্তু পর্দায় সেই সব দেখানোর জন্য বেশ সাহসের দরকার হয়। ‘XXX আনসেন্সরড’-এ সেটার কোনও অভাব নেই। ফ্যান্টাসি এখানে চরম। উত্তেজনা ফুটছে। নারীশরীর শুধু নয়, হিল্লোল এখানে ওষ্ঠপ্রান্তেও। ঋত্বিক ধনজানি বা কিয়ারা দত্ত অবশ্যই এই সিরিজের ইউএসপি। কিন্তু বাকিরাও কিছু কম যান না। অপর্ণা শর্মা, অপর্ণা বাজপাই, অঙ্কিত গেরা বা শান্তনু মাহেশ্বরীও কিছু কম যান না। পরিচালক কেন ঘোষকে তো বাহবা দিতেই হয়। সাহস করে এমন বিষয় পর্দায় নিয়ে আসা কি ছেলের হাতের মোয়া?
তব একটি নয়। একাধিক গল্পকে পর্দায় এনেছেন পরিচালক। তবে প্রতিটির বিষয়বস্তু একই। যৌনতা, ফ্যান্টাসি আর….।
[ মেঘনা গুলজারের পরের ছবির নায়িকা দীপিকা? ]
The post পরিতৃপ্ত ফ্যান্টাসি আর শরীরী উষ্ণতা, প্রকাশ্যে ‘XXX আনসেন্সরড’-এর ট্রেলার appeared first on Sangbad Pratidin.