অর্ণব আইচ: ঘুড়ির মাঞ্জায় প্রায়ই দুর্ঘটনা ঘটে উড়ালপুলে। সেই কারণে মা উড়ালপুলে দু’চাকার যান চলাচল বন্ধ নিয়ে আলোচনা চলছে কলকাতা পুলিশের (Kolkata police) অন্দরে। বাইক চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে এ জে সি বোস রোড উড়ালপুলে।
চিনা মাঞ্জায় প্রায়শই দুর্ঘটনা ঘটে উড়ালপুলে। বহু বাইক আরোহী ধারালো সুতোয় ক্ষতবিক্ষত-রক্তাক্ত হয়েছেন। গত বছর পার্ক সার্কাসের বাসিন্দা এক ব্যক্তির মৃত্যুও হয়েছে। কিন্তু লাগাতার দুর্ঘটনাও হুঁশ ফেরাতে পারেনি আমজনতার। বিপদ এড়াতে মাঞ্জা সুতো বিক্রিতে নিষেধাজ্ঞাও জারি করেছিল প্রশাসন। কিন্তু তা সত্ত্বেও কোনও লাভ হয়নি। এড়ানো যায়নি দুর্ঘটনা। সেই কারণেই দিনের নির্দিষ্ট সময়ে মা ও এজেসি বোস রোড় উড়ালপুলে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করার চিন্তা ভাবনা করছে কলকাতা পুলিশ।
[আরও পড়ুন: প্রতি সপ্তাহে প্রভাবশালীদের টাকা পৌঁছে দিতেন ধৃত বামাপদ! কয়লা কাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]
জানা গিয়েছে, সম্প্রতি কলকাতার পুলিশ কমিশনার ট্রাফিক গার্ডের ওসিদের সঙ্গে লালবাজারে বৈঠকে বসেছিলেন। দুর্ঘটনা রোখা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। সূত্রের খবর, সেখানেই ট্রাফিক পুলিশের তরফে দিনের একটা ব্যস্ত সময়ে মা ও এজেসি বোস রোড উড়ালপুলে দু’চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, এবিষয়ে আলোচনা চলছে। এখনও কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি।