সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবে ছুটি কাটিয়ে এসেছিলেন৷ মেয়ে কোলে বিমানবন্দরে বসে ছিলেন৷ তখনই সামনের টেলিভিশন স্ক্রিনে ভেসে উঠেছিল খবরটা৷ দেখে নিজেকে মন্তব্য থেকে দূরে রাখতে পারেননি খিলাড়ি অক্ষয় কুমার৷ বেঙ্গালুরুর গণ শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদ জানাতে সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার হিসেবে বেছে নিলেন তিনি৷ নিজের টুইটার অ্যাকাউন্টে বেঙ্গালুরুর অপরাধীদের রীতিমতো একহাত নিয়েছেন অক্ষয়৷
The Bangalore incident makes me feel we r evolving backwards,from humans to animals,rather beasts coz even animals are better!Truly shameful pic.twitter.com/FJwJ80Mkby
— Akshay Kumar (@akshaykumar) January 5, 2017
যাঁরা এইভাবে প্রকাশ্য রাস্তায় মহিলাদের শ্লীলতাহানি করেছেন, তাঁদের পশুর চেয়েও অধম মনে করেন আক্কি৷ আর যাঁরা কারণে-অকারণে এই লজ্জাজনক ঘটনার জন্য মহিলাদেরই দায়ী করছেন তাঁদের উদ্দেশে খিলাড়ির বার্তা, মেয়েদের পোশাক নয়, তাঁদের মন ছোট৷ মেয়েরা ছেলেদের থেকে কোনও অংশে কম৷ যাঁরা এমনটা মনে করেন৷ আক্কি তাঁদের শোধরানোর পরামর্শ দিয়েছেন৷ তাঁর কথায়, মেয়েরা স্বমূর্তি ধারণ করলে, তাঁরা তখন পালাবার পথ পাবে না৷
নিজের ভিডিওতে মেয়েদের আরও সাহসী হওয়ার আবেদনও জানিয়েছেন অক্ষয়৷ মহিলাদের মার্শাল আর্ট শেখার পরামর্শ দিয়েছেন তিনি৷ তাঁর কথায়, মার্শাল আর্টের এমন কিছু ছোট ছোট টেকনিক রয়েছে, যার মাধ্যমে অতি বড় শক্তিশালী মানুষকেও নিমেষে কুপোকাত করা যায়৷
The post বেঙ্গালুরুর গণ শ্লীলতাহানি কাণ্ডে তীব্র ধিক্কার অক্ষয়ের appeared first on Sangbad Pratidin.