shono
Advertisement
Bengali Drama

পুরুষতন্ত্রের আস্ফালনের মাঝে মহিলা সুরক্ষার লড়াই, মঞ্চস্থ 'এ কোন সকাল'

সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তোলে এই নাটক। পড়ুন রিভিউ।
Published By: Sandipta BhanjaPosted: 01:48 PM Dec 30, 2024Updated: 01:48 PM Dec 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি সল্টলেক ইজেডসিসি-তে 'এ কোন সকাল!' নাটকটি মঞ্চস্থ হল। 'কালিকাপুর উত্তরণ'- এর নিবেদনে এই নাটকের ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় রীতা ঘোষাল। নাটকটি লিখেছেন সুদীপ্ত রায়। নাটকটির এই দ্বিতীয় শো রীতিমতো উপভোগ করলেন উপস্থিত দর্শকবৃন্দ।

Advertisement

রীতা ঘোষাল দীর্ঘদিন ধরে মঞ্চে দাপটের সঙ্গে অভিনয় করছেন, কাজ করছেন ছোটপর্দাতেও। এই নাটকে তিনি তাঁর দক্ষ নির্দেশনার ছাপ রাখলেন। প্রথম নাট‌্য নির্দেশনা হিসাবে যা প্রশংসাযোগ‌্য। এই সমাজ, মহিলাদের সুরক্ষা, তাঁদের অবস্থান এবং পুরুষতন্ত্রের আস্ফালন উঠে এসেছে এই প্রযোজনায়। ধর্ষণের মতো নৃশংসতা সমূলে উৎপাটিত করার বার্তা নিয়ে এই নাটক এগোয়। বুদ্ধিজীবী, পুলিশ, প্রশাসনিক ক্ষমতাবান-সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের কথা উঠে এসেছে কাহিনিসূত্রে। পুলিশের চরিত্রে মলয় ঘোষ সাবলীল। প্রতিবাদী এক আদিবাসী মেয়ের ধর্ষণ ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দানা বাঁধে গল্প। মুখ‌্য চরিত্র 'শ্রীতমা'র ভূমিকায় নির্দেশক রীতা নিজেই অভিনয় করেছেন। যেখানে তিনি ন‌্যায়বিচারের দাবিতে লড়ছেন। দাপটের সঙ্গে তিনি চরিত্রটি ফুটিয়ে তুলেছেন।

সিস্টেমের বিরুদ্ধে এই নাটক আওয়াজ তোলে। চমৎকার প্রযোজনা। রীতা ঘোষাল ছাড়া অভিনয়ে নজর কাড়লেন প্রদীপ্ত রায়, শঙ্খবরণ দাস, সুদেষ্ণা নন্দী, শান্তনু হালদার প্রমুখ। আলোয় দীপংকর দে, সঙ্গীতে সব‌্যসাচী পাল নাটকটিকে সমৃদ্ধ করেছেন। আশা করা যায়, নির্দেশক-অভিনেত্রী রীতা ঘোষাল আগামী দিনে দর্শককে আরও জোরালো নাটক উপহার দেবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি সল্টলেক ইজেডসিসি-তে 'এ কোন সকাল!' নাটকটি মঞ্চস্থ হল। '
  • সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তোলে এই নাটক। পড়ুন রিভিউ।
  • রীতা ঘোষাল দীর্ঘদিন ধরে মঞ্চে দাপটের সঙ্গে অভিনয় করছেন, কাজ করছেন ছোটপর্দাতেও।
Advertisement