shono
Advertisement

Breaking News

Mamata Banerjee

স্টার থিয়েটারের নাম বদলে 'বিনোদিনী মঞ্চ', সন্দেশখালির সভা থেকে ঘোষণা মমতার

সন্দেশখালির সভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
Published By: Sandipta BhanjaPosted: 02:20 PM Dec 30, 2024Updated: 03:07 PM Dec 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে নতুন নাম স্টার থিয়েটারের (Star Theatre)। সন্দেশখালির সভা থেকে মুখ্যমন্ত্রী ঐতিহ্যবাহী এই প্রেক্ষাগৃহের নতুন নাম ঘোষণা করলেন 'বিনোদিনী মঞ্চ'। বছরশেষের জনসভায় চমকপ্রদ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)।

Advertisement

১৮৮৩ সালে স্থাপিত এই নাট্যমঞ্চের নেপথ্যের কারিগর বিনোদিনী দাসী। যেখানে বিনোদিনীর নাটক দেখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন খোদ শ্রীরামকৃষ্ণ পরমহংস। বিভিন্ন সময়ে নাটক দেখতে পদধূলী পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো জগদ্বখ্যাত ব্যক্তিত্বদের। স্টার থিয়েটারে ঐতিহ্যকে ধরে রেখেই আধুনিকতার ছোঁয়া লেগেছে। নতুন বছর পড়ার আগে সেই প্রেক্ষাগৃহেরই নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। এ যেন বিনোদিনী দাসীর স্বপ্নপূরণ।

প্রসঙ্গত, ২০২৫ সালেই মুক্তি পাচ্ছে বিনোদিনী দাসীর জীবনকাহিনী অবলম্বনে বাংলা সিনেমা 'বিনোদিনী: নটীর উপাখ্যান'। তার প্রাক্কালেই এ যেন বাংলা নাট্যজগতের ব্যক্তিত্বদের জন্য পরম পাওনা। পুরুষতান্ত্রিক নাট্যসমাজকে যিনি চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন, সেই বিনোদিনীর নামেই স্টার থিয়েটারের নামকরণ করলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্টার থিয়েটার ভবনটি কলকাতার একটি ঐতিহ্যবাহী ভবন। ২০১২ সালে এই ঐতিহাসিক ভবনটিকে তাই সরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়। নয়ের দশকে একটি অগ্নিকাণ্ডে এই ভবনটি ভষ্মীভূত হয়েছিল। বছর খানেক বাদে কলকাতা পুরসভা বাড়িটি সারিয়ে আবার নাট্যমঞ্চটি চালু করে। বর্তমানে স্টার থিয়েটারের সম্মুখভাগে পুরনো স্থাপত্যশৈলী থাকলেও গর্ভগৃহে আধুনিকতার ছোঁয়া লেগেছে। সিনেমা প্রদর্শনের পাশাপাশি নাটক মঞ্চস্থও হয় এখানে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন বছরে নতুন নাম স্টার থিয়েটারের।
  • সন্দেশখালির সভা থেকে মুখ্যমন্ত্রী ঐতিহ্যবাহী এই প্রেক্ষাগৃহের নতুন নাম ঘোষণা করলেন 'বিনোদিনী মঞ্চ'।
  • বছরশেষের জনসভায় চমকপ্রদ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার