সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নামে যেমন মিল রয়েছে, এবার কাজেও তেমনটা করে দেখালেন৷ ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রডের সঙ্গে রেকর্ডের খাতায় নাম লেখালেন স্টুয়ার্ট বিনি৷ থুড়ি, লজ্জার রেকর্ডের খাতায়৷ এবং সেই ‘কীর্তি’ করতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোচনার কেন্দ্রে উঠে এল ভারতীয় অল-রাউন্ডারের নাম৷ টুইটারে অনেকেই ঠাট্টা করে লিখেছেন, এবার ব্রড বিনিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন৷ তাঁরা এখন থেকে বন্ধু হলেন, ইত্যাদি ইত্যাদি৷ মার্কিন মুলুকে ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টি-টোয়েন্টিতে ভারত তো হারলই৷ আর গোদের উপর বিষফোঁড়ার মতো বিনির পারফরম্যান্স ভারতীয়দের মাথা আরও নত করে দিল৷
কী করলেন বিনি? পাঁচ বলে টানা পাঁচটা ছক্কা হজম করলেন৷ শনিবার ফ্লোরিডায় একাদশতম ওভারে বিনির হাতে বল তুলে দেন ক্যাপ্টেন ধোনি৷ স্ট্রাইকে তখন ক্যারিবিয়ান ওপেনার ইভেন লুইস৷ প্রথম বলেই ডিপ উইকেট উপর দিয়ে বল চলে গেল বাউন্ডারির বাইরে৷ দ্বিতীয় বলেও ছয় হাঁকালেন দুরন্ত ফর্মে থাকা লুইস৷ তৃতীয় বল ওয়াইড৷ পরের তিনটি বলেও ছবিটা পাল্টালো না৷ শেষ বলটিতে ফুলটস দিলেন৷ সিঙ্গল নিয়ে ওভার শেষ করলেন লুইস৷ ক্যারিবিয়ান ব্যাটসম্যান ও সমর্থকদের কাছে তখন হাসির খোরাক হয়ে উঠেছেন রজার-পুত্র৷ রানের পাহাড় তৈরির কাজটা অনেকটাই সহজ করে দিয়ে যান বিনি৷ শনিবার টি-টোয়েন্টিতে এক ইনিংসে ২১টি ছয় মারার রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ৷
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্টুয়ার্ট ব্রডকে ৬ বলে ৬ ছক্কা মেরে নজির গড়েছিলেন যুবরাজ সিং৷ সেই আনন্দ এখনও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন ভারতীয় ক্রিকেটভক্তরা৷ কিন্তু স্টুয়ার্ড বিনি ফ্লোরিডার এই কলঙ্কের দিন কি মনে রাখতে চাইবেন? হয়তো না৷ এরপরও দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাঁকে দলে রাখা হয় কি না, সেটাই এখন দেখার৷
The post পাঁচ ছক্কা হজম করে ব্রডকে মনে করালেন বিনি appeared first on Sangbad Pratidin.