সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রোধের বশে নয়, ইভিএমের বোতাম টিপুন ভালবেসে। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর এক মন্তব্যের প্রেক্ষিতে এমনটাই বললেন নির্বাচন কৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। শনিবার দিল্লিতে এক নির্বাচনী জনসভায় অমিত শাহ (Amit Shah) বলেন, আপনারা যদি বিজেপিকে ভোট দেন, তাহলে দেশে অসংখ্য শাহিনবাগের মতো ঘটনা আটকে দেওয়া যাবে। তাই নিশ্চিত করুন, ৮ ফেব্রুয়ারি যখন ইভিএমের বোতাম টিপবেন, তখন যেন আপনার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। আর সেই ক্ষোভের তীব্রতা যেন শাহিনবাগে অনুভূত হয়।
বিজেপির চাণক্যের এই মন্তব্যের পালটা এল ‘বিরোধী শিবিরের চাণক্যের’ কাছ থেকে। হ্যাঁ পিকেকে, অনেকেই এখন বিরোধীদের চাণক্য বলা শুরু করেছেন। অমিত শাহর ইভিএম মন্তব্য নিয়ে প্রশান্ত কিশোর বললেন, “৮ ফেব্রুয়ারি দিল্লিতে ইভিএমের বোতাম সবাই ভালবেসেই টিপবেন। যাতে জোরের ধাক্কাটা হালকা ভাবে লাগে। আসলে, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বটা যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে তো। সুবিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব সবার প্রাপ্য।” এ প্রসঙ্গে উল্লেখ্য, ইভিএম নিয়ে লোকসভা নির্বাচনের আগে বিস্তর জলঘোলা হয়েছে। ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ওসব লড়াইয়ে না গিয়ে ইভিএম যুদ্ধকে ভালবাসা বনাম ক্রোধের লড়াই হিসেবে তুলে ধরার চেষ্টা করলেন প্রশান্ত কিশোর।
[আরও পড়ুন: নির্ভয়ার ধর্ষক মুকেশের আরজিকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ প্রধান বিচারপতির]
দিল্লির নির্বাচন যত এগিয়ে আসছে, আম আদমি পার্টি এবং বিজেপির তিক্ততা তত বাড়ছে। মোদি-অমিত শাহ বনাম কেজরিওয়াল (Arvind Kejriwal) লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন। এই লড়াইয়ে কেজরির আড়াল থেকে চাণক্যের ভূমিকায় প্রশান্ত কিশোর। মূল লড়াইটা যেন তাঁরই। আম আদমি পার্টির যাবতীয় নির্বাচনী কৌশল তৈরি করছেন তিনিই। কেজরিওয়ালকে সামনে রেখে লাগাতার চ্যালেঞ্জ জানিয়ে চলেছেন মোদি-শাহকে। শুধু তাই নয়, প্রয়োজনে নিজেও এগিয়ে আসছেন সম্মুখ সমরে। সরাসরি জবাব দিচ্ছেন মোদি-শাহকে।সোমবারও তেমনটাই করলেন তিনি।
The post এবার ইভিএম ইস্যুতে মুখ খুললেন প্রশান্ত কিশোর, বিঁধলেন বিজেপিকে appeared first on Sangbad Pratidin.