shono
Advertisement

অসমে শক্তিবৃদ্ধি তৃণমূলের, কংগ্রেস ছেড়ে জোড়াফুলে প্রাক্তন প্রদেশ সভাপতি রিপুন বোরা

এদিন দুপুরেই পুরনো দল ছাড়েন নেতা।
Posted: 05:28 PM Apr 17, 2022Updated: 06:48 PM Apr 17, 2022

সোমনাথ রায়: অসম প্রদেশ কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতি রিপুন বোরা (Ripun Bora) তৃণমূলে (TMC) যোগ দিলেন। দুপুরেই জানা গিয়েছিল তিনি পুরনো দল কংগ্রেস ছাড়ছেন,  নেতৃত্বকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। এরপর বিকেলে কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন বোরা।

Advertisement

সম্প্রতি ঘনিষ্ট মহলে বোরা জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কংগ্রেসের কোনও ভবিষ্যত নেই। বিজেপি (BJP) বিরোধিতায় তৃণমূলই একমাত্র বিকল্প। বোরা আরও অভিযোগ করেন, অসমের বহু কংগ্রেস নেতা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma) সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন। এরপর জল্পনা ছড়ায় দল ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন বোরা। সেই মতোই দুপুরে বোরার কংগ্রেস ছাড়ার সংবাদ প্রকাশ্যে আসে। এরপর বিকেল গড়াতেই কলকাতায় এসে তৃণমূলে যোগ দিলেন তিনি।

[আরও পড়ুন: সাধারণের উপরে বাড়তে পারে করের বোঝা! তুলে দেওয়া হচ্ছে জিএসটির ৫ শতাংশের ধাপ]

রবিবার বোরার তৃণমূলে যোগদান পর্ব সম্পন্ন হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। অভিষেকই গলায় উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান অসমের রাজনীতিতে পোড় খাওয়া প্রবীণ নেতা রিপুন বোরাকে। সেই ছবি টুইট করা হয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) টুইটার হ্যান্ডেলে। সেখানে লেখা হয়, “আনন্দের সঙ্গে স্বাগত জানাই অসমের প্রাক্তন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী, প্রাক্তন রাজ্যসভা সাংসদ এবং প্রদেশ কংগ্রেস সভাপতিকে। তিনি আজ তৃণমূলে যোগ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে”।

[আরও পড়ুন: ঘরে নলিকাটা স্ত্রী ও তিন কন্যা, বারান্দায় ঝুলছেন গৃহকর্তা, বুরারি কাণ্ডের ছায়া প্রয়াগরাজে!]

এদিকে রিপুন বোরার কংগ্রেস ছাড়া ও তৃণমূলে যোগ দেওয়া নিয়ে সংক্ষিপ্ত মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, “বোরার দল ছাড়ার সিদ্ধান্ত কংগ্রেসের অন্দরের বিষয়। তবে এটুকু বলতে পারি, সদ্য সমাপ্ত রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস বিধায়করা রিপুন বোরাকে ভোট দেননি”।

উল্লেখ্য, এই মুহূর্তে তৃণমূলের পাখির চোখ মিশন ২০২৪। সেই মতো ভিন রাজ্যেও দলের উপস্থিতি জানান দিতে চাইছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশেষত অসমে ঘাঁটি গাড়তে বদ্ধপরিকর ঘাসফুল শিবির। এই অবস্থায় বোরার যোগদান অসমে তৃণমূলের শক্তি বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement