shono
Advertisement

একই দিনে জোড়া ধাক্কা তৃণমূলে, শোভনের সঙ্গে বিজেপির পথে সব্যসাচীও!

জোর জল্পনা রাজনৈতিক মহলে৷ The post একই দিনে জোড়া ধাক্কা তৃণমূলে, শোভনের সঙ্গে বিজেপির পথে সব্যসাচীও! appeared first on Sangbad Pratidin.
Posted: 03:18 PM Aug 14, 2019Updated: 02:05 PM Aug 15, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেবল কলকাতার প্রাক্তন মেয়র তথা তৃণমূল বিধায়ক শোভন চট্টোপাধ্যায় এবং অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ই নয়৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, তাঁদের সঙ্গে আজই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন বিধাননগরের প্রাক্তন মেয়র তথা রাজারহাট-নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত৷ বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ বিজেপির সদর দপ্তরে যোগদান করবেন তাঁরা৷

Advertisement

[ আরও পড়ুন: জলপথে ঢুকতে পারে ‘সমুন্দরি জেহাদি’রা, হাই অ্যালার্ট দেশজুড়ে ]

জানা গিয়েছে, এই দুই নেতাকে দলে যোগদান করাতে মুরলীধর সেন লেনের তরফে সবুজ সংকেত দেওয়া হয়েছে দলের শীর্ষ নেতৃত্বকে৷ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছেন, অনেক দিন ধরেই তাঁদের যোগদান নিয়ে কথাবার্তা চলছিল৷ যদি বুধবার সত্যি তাঁরা যোগ দেন, তবে তাঁদের স্বাগত জানান হবে৷ তবে এই বিষয়ে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ‘‘স্বাধীন দেশে যে কেউ, যেখানে খুশি যোগ দিতে পারেন৷ এই বিষয়ে আমি কিছু বলব না৷’’

[ আরও পড়ুন: রাজনৈতিক মামলায় আশানুরূপ তৎপরতা দেখাতে পারে না সিবিআই, মন্তব্য প্রধান বিচারপতির ]

লোকসভা নির্বাচনের সময় থেকেই তৃণমূলের অস্বস্তির কারণ হয়ে উঠেছিলেন প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত৷ কখনও আলটপকা বা কখনও দলবিরোধী মন্তব্য করে তৃণমূলকে চাপে ফেলছিলেন তিনি৷ এর মধ্যে একাধিকবার বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গেও প্রকাশ্যে সাক্ষাৎ করেন তিনি৷ তখন থেকেই তাঁর বিজেপিতে যোগদানের চর্চা শুরু হয়৷ অবশেষ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করে শাসকদল৷ মাঠে নামেন খোদ রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিধাননগরের কাউন্সিলরা৷ এবং সেই অনাস্থাকে চ্যালেঞ্জ করে হাই কোর্ট যান সব্যসাচী৷ জিতেও আসেন৷ তবে আশ্চর্যজনক ভাবে সঙ্গে সঙ্গে ইস্তফা দেন তিনি৷

The post একই দিনে জোড়া ধাক্কা তৃণমূলে, শোভনের সঙ্গে বিজেপির পথে সব্যসাচীও! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement