shono
Advertisement

‌অনলাইনে হোটেল বুক করে জালিয়াতির ফাঁদে খোদ প্রাক্তন সিআইডি কর্তা, তদন্তে লালবাজার

কীভাবে প্রতারণার ফাঁদে পা দিলেন তিনি?
Posted: 10:34 PM Dec 02, 2020Updated: 10:34 PM Dec 02, 2020

অর্ণব আইচ: হোটেল বুক করতে গিয়ে অনলাইন (Online) জালিয়াতির ফাঁদে পড়লেন এক প্রাক্তন পুলিশকর্তা। তাঁর কাছ থেকে জালিয়াতরা ২৫০ পাউন্ড বা ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে তিনি লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন। আর এরপরই তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা দপ্তর।

Advertisement

জানা গিয়েছে, ওই প্রাক্তন IPS রাজ্য পুলিশের CID’র একটি বিশেষ গুরুত্বপূর্ণ পদের দ্বায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। সূত্রের খবর, তাঁর মেয়ে লন্ডনে (London) থাকেন। মেয়ের সঙ্গে দেখা করার জন্য তিনি এই বছরই লন্ডনে যাওয়ার প্রস্তুতি নেন। তার জন্য অনলাইনে একটি সংস্থার মাধ্যমে লন্ডনে একটি হোটেলও বুক করেন। ওই সংস্থার পক্ষ থেকে তাঁকে বলা হয়, ঘর বুকিং বাবদ তাঁকে ১ হাজার ১৩২ পাউন্ড দিতে হবে। যদিও ঘরের ভাড়া অত বেশি নয়। এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তাঁকে বলা হয়, সিকিউরিটি ডিপোজিট হিসাবে ২৫০ পাউন্ড নেওয়া হয়েছে। তিনি যেদিন ঘর ছাড়বেন, সেদিনই তাঁর অ্যাকাউন্টে ওই টাকা ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এরপর অনলাইনে তিনি ওই মূল্য পাঠিয়ে দেন। হোটেলের ঘরও বুক হয়ে যায়।

[আরও পড়ুন: যাত্রীচাপ সামাল দিতে বদলাচ্ছে মেট্রোর সময়সূচি, বদল আসছে ই-পাসের নিয়মেও]

এরপর গত অক্টোবর মাসে তিনি লন্ডনে যান। ওই হোটেলে গিয়ে ওঠেনও। তিনি ঘর ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই তথ্য সংস্থাটি জানতে পারে। ওই প্রাক্তন সিআইডি কর্তা আশা করেছিলেন, তাঁকে ২৫০ পাউন্ড ফেরত দেওয়া হবে। কিন্তু সংস্থার পক্ষ থেকে তাঁকে তা ফেরত দেওয়া হয়নি। ওই সংস্থার সঙ্গে বার বার যোগাযোগ করেও কোনও সুরাহা হয়নি। শেষ পর্যন্ত উত্তর কলকাতার সিঁথির বাসিন্দা ওই প্রাক্তন পুলিশকর্তা সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে প্রতারণা ও সাইবার আইনের ধারায় মামলা দায়ের হয়েছে। যে অনলাইন সংস্থাটি থেকে তিনি ঘর বুক করেছিলেন, সেটির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

[আরও পড়ুন: ফিরহাদের উপর করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ, ভারতীয় টিকাতেই পূর্ণ আস্থা পুরমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement