দেবব্রত মণ্ডল, বারুইপুর: পঞ্চায়েত নির্বাচনের আগেই ভাঙড়ে চাঞ্চল্য। অস্ত্র-সহ গ্রেপ্তার হলেন প্রাক্তন সিপিএম বিধায়কের ছেলে। ওই যুবক নিজেও সিপিএম তথা আইএসএফের একজন সক্রিয় কর্মী। ধৃত আনারুল জমাদারকে সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।
গোপন সূত্রে রবিবার দুপুরে কাশীপুর থানার পুলিশ খবর পায়, এক যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ভাঙড় বাজার এলাকায় ঘোরাঘুরি করছে। উদ্দেশ্য ওই আগ্নেয়াস্ত্র বিক্রি করা। খবর পাওয়ার পরই কাশীপুর থানার সাব ইন্সপেক্টর সেলিম রহমান মির্জা অন্যান্য পুলিশকর্মীদের নিয়ে ভাঙড়ে যান। এবং সেখানে খাল পাড় এলাকায় ভাঙড় নতুন ব্রিজের কাছে এক সন্দেহভাজন যুবককে আটক করে। তার কাছ থেকে একটি আগেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়।
[আরও পড়ুন: মোদি-শাহের ‘জাতীয়তাবাদ’কে খোঁচা রোমিলা থাপারের, পালটা সরব বিজেপি]
পুলিশ তদন্তে নেমে জানতে পারে ধৃত যুবকের নাম আনারুল জমাদার। সে ভাঙড়ের তিনবারের প্রাক্তন বিধায়ক বাদল জমাদারের ছোট ছেলে। আনারুল নিজেও সিপিএম তথা আইএসএফের একজন সক্রিয় কর্মী। যদিও সিপিএম নেতাদের দাবি এটা চক্রান্ত।