shono
Advertisement
Droupadi Murmu

'সংসদীয় গণতন্ত্রকে রক্ষা করুন', ফলপ্রকাশের প্রাক্কালে রাষ্ট্রপতিকে খোলা চিঠি প্রাক্তন বিচারপতিদের

রাষ্ট্রপতির পাশাপাশি প্রধান বিচারপতি ও নির্বাচন কমিশনারের উদ্দেশেও বার্তা প্রাক্তন বিচারপতিদের।
Published By: Amit Kumar DasPosted: 08:20 PM Jun 03, 2024Updated: 08:20 PM Jun 03, 2024

সোমনাথ রায়, নয়াদিল্লি: ৪ জুলাই প্রকাশিত হতে চলেছে ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফল। তার আগে নির্বাচনী ফল নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশের রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন প্রাক্তন বিচারপতিরা। চিঠিতে সংসদীয় গণতন্ত্রকে রক্ষা করার আবেদন জানানো হয়েছে। বলা হয়েছে, যদি নির্বাচনের ফলাফল ত্রিশঙ্কুর দিকে যায় সেক্ষেত্রে রাষ্ট্রপতির কাঁধে থাকে গুরুদায়িত্ব। প্রথা মেনে তিনি গণতান্ত্রিক নজির স্থাপন করবেন। ঘোড়া কেনাবেচার কোনওরকম সম্ভাবনা আটকানোর আবেদন জানানো হয়েছে চিঠিতে। রাষ্ট্রপতির পাশাপাশি সংসদীয় গণতন্ত্র রক্ষায় চিঠিতে আর্জি জানানো হয়েছে দেশের প্রধান বিচারপতি ও নির্বাচন কমিশনারের কাছেও।

Advertisement

প্রাক্তন বিচারপতিদের খোলা চিঠিতে নির্বাচনী ফলাফলে জনগণের রায়কে প্রাধান্য দিতে আবেদন জানানো হয়েছে। সেক্ষেত্রে যদি কোনও কারণে ফল ত্রিশঙ্কুর দিকে যায় তাহলে রাষ্ট্রপতি যেন সঠিকভাবে পালন করে গণতান্ত্রিক নজির স্থাপন করেন। আশা করব এক্ষেত্রে তিনি সংখ্যাগরিষ্ঠ আসনের দাবিদার প্রাক নির্বাচনী জোটকেই প্রথমে সরকার গঠন করার জন্য ডাকবেন। এবং দেশে ঘোড়া কেনাবেচার সবরকম সম্ভাবনাকে প্রতিহত করবেন। এছাড়া শীর্ষ আদালতের কাছে আবেদন জানানো হয়েছে, নির্বাচনী ফলাফল নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যদি কোনও আর্জি আসে সেক্ষেত্রে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। শুধু তাই নয়, ফল ঘোষণা পর্বে কোনও রকম হিংসা, অশান্তির মতো ঘটনা ঘটলে নির্বাচন কমিশন-সহ শীর্ষ আদালত তা প্রতিহত করতে দ্রুত ব্যবস্থা নেয় সে আর্জিও জানানো হয়েছে।

[আরও পড়ুন: আবগারি দুর্নীতির অঙ্ক ১১০০ কোটি টাকা! কবিতার বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট ইডির]

পাশাপাশি প্রাক্তন বিচারপতিদের তরফে জানানো হয়েছে, আমরা চাই না দেশের নির্বাচনে এমন কোনও অঘটন ঘটুক। তার পরও যদি কোনওরকম অঘটন ঘটে সেক্ষেত্রে যেন দেশের রাষ্ট্রপতি, শীর্ষ আদালত এবং নির্বাচন কমিশনের তরফে পদক্ষেপে কোনও খামতি না থাকে এবং সংসদীয় গণতন্ত্র রক্ষায় যেন সমস্ত দিক থেকে নজির স্থাপন করা হয় তার আর্জি জানিয়েছেন প্রাক্তন বিচারপতিরা। এই খোলা চিঠিতে মাদ্রাজ হাই কোর্টের ৭ প্রাক্তন বিচারপতির পাশাপাশি সাক্ষর করেছেন পাটনা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অঞ্জনা প্রকাশ।

[আরও পড়ুন: স্বাধীনতার ৭ দশক পর গণতন্ত্রের অংশ! এই প্রথম ভোট দিল নিকোবরের শম্পেনরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভোট গণনার আগেই উদ্বেগ প্রকাশ করে দেশের রাষ্ট্রপতিকে চিঠি প্রাক্তন বিচারপতিদের।
  • ঘোড়া কেনাবেচার কোনওরকম সম্ভাবনা আটকানোর আবেদন জানানো হয়েছে চিঠিতে।
  • শীর্ষ আদালতের কাছে প্রাক্তন বিচারপতিদের আবেদন, নির্বাচন নিয়ে কোনও আর্জি এলে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।
Advertisement