shono
Advertisement

Breaking News

পাক প্রলোভনেও পা দেননি ভারতের প্রথম মুসলিম বায়ুসেনা প্রধান

সবার আগে দেশ। The post পাক প্রলোভনেও পা দেননি ভারতের প্রথম মুসলিম বায়ুসেনা প্রধান appeared first on Sangbad Pratidin.
Posted: 06:29 PM Oct 08, 2018Updated: 06:31 PM Oct 08, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার দেশজুড়ে বায়ুসেনা দিবস পালিত হল। ১৯৩২-এর ৮ অক্টোবর অবিভক্ত ভারত থেকে যে যাত্রা শুরু হয়েছিল, ৮৬ বছর পরেও তা একই ভাবে উজ্জ্বল হয়ে রয়েছে৷ এই দীর্ঘ যাত্রা পথে রয়েছে প্রচুর জওয়ানের আত্মবলিদান৷ শহিদের রক্তে মিলেছে স্বাধীনতা স্বাদ৷ দেশবাসীর মনে অমর হয়ে রয়েছেন তাঁদের প্রত্যেকেই৷ যাঁদের মধ্যে প্রথমেই মনে পড়ে এয়ার চিফ মার্শাল ইদ্রিস হাসান লতিফের নাম৷ যাঁকে বায়ুসেনায় শীর্ষপদে আসীন হওয়ার প্রস্তাব দিয়েছিল তৎকালীন পাক প্রশাসন৷ কিন্তু সেই লোভকে পরিত্যাগ করে কর্মজীবনের শেষ দিন পর্যন্ত ভারতীয় বায়ুসেনার উর্দি গায়ে চড়িয়ে কাজ করে গিয়েছেন তিনি৷ চলতি বছরের ৩০ এপ্রিল ৯৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন ভারতের এই বীর জওয়ান৷ ভারতীয় বায়ুসেনার প্রতিষ্ঠা দিবসে তাঁকে স্যালুট!

Advertisement

[পাকিস্তানের হাতে ব্রহ্মস মিসাইলের গুরুত্বপূর্ণ তথ্য! গ্রেপ্তার আইএসআই চর]

১৯২৩-র ৯ জুন অবিভক্ত ভারতের হায়দরাবাদে জন্মগ্রহণ করেন ইদ্রিস হাসান লতিফ। সাড়ে সতেরো বছর বয়সে ভারতীয় বায়ুসেনায় যোগ দেওয়ার জন্য আবেদন করেন তিনি৷ ১৯৪১-এ সুযোগ পান৷ এরপর শুরু হয় তাঁর প্রশিক্ষণ৷ অবিভক্ত ভারতের করাচিতে পোস্টিং করা হয় তাঁকে৷ এরপর ১৯৪৩-তে ব্রিটেনে বিশেষ প্রশিক্ষণের জন্য পাঠান হয় তাঁকে৷ ব্রিটিশ সেনার ব়্যাফ স্কোয়াড্রনে যোগে দেন তিনি৷ এরপর ১৯৪৪-এ বার্মা ফ্রন্টে যোগ দেন তিনি৷ সেখানে সাফল্যের সঙ্গে কাজ করার পর সাবেক মাদ্রাজে পাঠানো হয় তাঁকে৷ সেখানেই তাঁর সঙ্গে পরিচয় হয় আশগর খানের৷ যিনি পরবর্তীকালে পাক বায়ুসেনা প্রধান হন৷ ১৯৪৬-এ ভারতীয় সেনার হয়ে ব্রিটেনে বিশেষ প্যারেডে অংশ নেন তিনি৷

[অশান্তির আবহে পুরনির্বাচন, গণতন্ত্রের উৎসবে সাড়া মিলল না ভোটারদের]

এরপর ভারতীয় রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসে৷ দেশভাগের আবহে, দেশে ফিরিয়ে নিয়ে আসা হয় ইদ্রিস হাসান লতিফকে৷ শোনা যায় তখনই তাঁকে পাক বায়ুসেনায় যোগদানের জন্য জোর করেন আশগর খান ও নুর খান৷ কিন্তু তাঁদের সেই প্রস্তাব ফিরিয়ে দেন ইদ্রিস হাসান লতিফ৷ ভারতীয় বায়ুসেনায় যোগ দেন তিনি৷ এরপর ১৯৫০-এর ২৬ জানুয়ারি ভারতের প্রথম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজেও অংশগ্রহণ করেন তিনি৷ ১৯৬৫-তে তাঁর রণকৌশলেই পাকিস্তানকে পরাস্ত করে ভারত৷ ১৯৭১-এ ভারত-চিন যুদ্ধেও ভারতীয় বায়ুসেনাকে নেতৃত্ব দেন তিনি৷ ১৯৭৮-এ প্রথম মুসলিম বায়ুসেনা প্রধান হন লতিফ৷ ভারতীয় সেনায় জাগুয়ার ও মিগ যুদ্ধবিমানের অন্তর্ভুক্তি প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রাক্তন এয়ার চিফ মার্শাল ইদ্রিস হাসান লতিফ৷ অবসরের পর মহারাষ্ট্রের রাজ্যপাল পদে ১৯৮২ থেকে ১৯৮৫ পর্যন্ত কাজ করেছেন তিনি৷ 

The post পাক প্রলোভনেও পা দেননি ভারতের প্রথম মুসলিম বায়ুসেনা প্রধান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement