shono
Advertisement

Breaking News

‘হিন্দুদের নিশানা করা হচ্ছে’, সবরীমালা ইস্যুতে বিস্ফোরক প্রাক্তন ইসরো প্রধান

‘রাতের অন্ধকারে মন্দিরে মহিলাদের প্রবেশ কাপুরুষোচিত’৷ The post ‘হিন্দুদের নিশানা করা হচ্ছে’, সবরীমালা ইস্যুতে বিস্ফোরক প্রাক্তন ইসরো প্রধান appeared first on Sangbad Pratidin.
Posted: 03:07 PM Jan 05, 2019Updated: 03:07 PM Jan 05, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার সবরীমালা ইস্যুতে মুখ খুললেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রাক্তন প্রধান ডি মাধবন নায়ার৷ রাতের অন্ধকারে মন্দিরে মহিলা ভক্তের প্রবেশকে কাপুরুষোচিত বলেছেন তিনি৷ একই সঙ্গে ‘তুচ্ছ’ ইস্যুতে মাতামাতি করছে কেরল সরকার বলেও অভিযোগ জানিয়েছেন তিনি৷

Advertisement

সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া ইসরো-র প্রাক্তন চেয়ারম্যান বলেন, “সবরীমালা মন্দিরে দুই মহিলার প্রবেশ কাপুরুষোচিত৷ অন্ধকারের সুযোগ নিয়ে যে কেউই মন্দিরে প্রবেশ করতে পারে৷ সবরীমালা নিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ফের এহেন ঘটনায় তা জটিল রূপ ধারণ করেছে৷ কেরল সরকার তুচ্ছ বিষয় নিয়ে মাতামাতি করছে৷ বন্যায় কেরলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে৷ সেদিকে নজর নেই সরকারের৷ পুনর্বাসন ও পুনর্গঠন প্রক্রিয়া প্রায় থমকে রয়েছে৷ সেদিকে মন দিক সরকার৷” তিনি আরও বলেন, “হিন্দু, মুসলিম বা শিখ, প্রত্যেক ধর্মেরই নিজস্ব মান্যমানতা, বিচার থাকে৷ সেগুলির সম্মান করা উচিত৷ কিন্তু এখানে শুধু হিন্দুদেরই নিশানা করা হচ্ছে৷ এর নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে৷”

সবরীমালায় মহিলা প্রবেশ নিয়ে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ের পর থেকেই ফুঁসছে কেরল৷ তার উপর আবার বিক্ষোভকারীদের অগ্রাহ্য করে আয়াপ্পার কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তিন মহিলা ভক্ত৷ আর তা যেন আন্দোলনের আগুনে ঘৃতাহুতির মতো হয়েছে৷ মহিলাদের প্রবেশকে কেন্দ্র করেই গত বুধবার থেকে আবারও নতুন করে উত্তপ্ত ‘ঈশ্বরের আপন দেশ’৷ বুধবার কনকদুর্গা ও বিন্দু এবং শুক্রবার শ্রীলঙ্কান মহিলা শশিকলা সবরীমালা মন্দিরে ঢোকেন৷ প্রবেশের প্রতিবাদে হিন্দুত্ববাদী সংগঠনের আন্দোলনে অশান্ত গোটা কেরল৷ বৃহস্পতিবার থেকে বেড়েছে আন্দোলনের তীব্রতা৷ বিভিন্ন জায়গায় সিপিএম ও বিজেপি সমর্থকরা খণ্ডযুদ্ধেও জড়িয়ে পড়ে৷ সেই খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিকরাও৷ সেই ঘটনার রেশ শুক্রবারও ছিল৷ ওই দিন একাধিক জায়গায় সিপিএম নেতাদের উপর হামলা করা হয়৷ শুক্রবার রাতেও একই পরিস্থিতি কেরলের৷ হিংসার ঘটনায় অশান্ত হয়ে ওঠে কান্নুর৷

[জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে ভারতে সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করছে পাকিস্তান]

The post ‘হিন্দুদের নিশানা করা হচ্ছে’, সবরীমালা ইস্যুতে বিস্ফোরক প্রাক্তন ইসরো প্রধান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement