shono
Advertisement

দুর্নীতিমুক্ত হতে ভারতের সাহসী পদক্ষেপ প্রয়োজন, দাবি জেটলির

স্বচ্ছ ভারতের ভিতেই উন্নত ভারতের পথ দেখালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ The post দুর্নীতিমুক্ত হতে ভারতের সাহসী পদক্ষেপ প্রয়োজন, দাবি জেটলির appeared first on Sangbad Pratidin.
Posted: 06:07 PM Jan 11, 2017Updated: 12:39 PM Jan 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সাহসী পদক্ষেপ প্রয়োজন৷ এটাই দেশকে দুর্নীতি মুক্ত করার প্রকৃত সময়৷ অত্যধিক কাগুজে নোটের অপকারিতাও রয়েছে, তা প্রলোভন জাগায়৷ গান্ধীনগরে অষ্টম ভাইব্র্যান্ট গুজরাট সামিটে এভাবেই নোট বাতিল নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷

Advertisement

এদিন জেটলি বলেন, ঐতিহাসিক সিদ্ধান্ত প্রথম প্রথম কিছুটা বেদনাদায়ক হয়েই থাকে৷ তবে এর সুদূরপ্রসারী প্রভাব আমাদের বর্তমান ও ভবিষ্যত জীবনকে সমৃদ্ধ করবে৷ নোট বাতিলের এই সিদ্ধান্ত দেশকে স্বচ্ছ ও বাড়তি জিডিপি’র লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে৷

নোট বাতিলের সিদ্ধান্তের পর কেটে গিয়েছে দুই মাস৷ এখনও সমস্যা রয়ে গিয়েছে৷ এদিন গান্ধী নগরের সামিটে মেনে নিলেন অর্থমন্ত্রী৷ তবে তিনি এও জানান, বেশিরভাগ সমস্যাই মিটিয়ে নেওয়া সম্ভব হয়েছে৷ কিছু গুরুতর সমস্যা রয়ে গিয়েছে বটে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তার সমাধান হয়ে যাবে বলে আশা করছেন জেটলি৷

এদিন জিএসটি প্রসঙ্গও তোলেন জেটলি৷ তিনি বলেন, নোট বাতিল এবং পণ্য ও পরিষেবা কর (GST) দুইয়েরই ফল নতুন বছরে পাবে দেশ৷

আরও পড়ুন –

খাবার নেই, খোদ রাজনাথকেই চিঠি আর এক জওয়ানের

নোট বাতিলে কে আসলে লাভবান, জানালেন অমর্ত্য সেন

The post দুর্নীতিমুক্ত হতে ভারতের সাহসী পদক্ষেপ প্রয়োজন, দাবি জেটলির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement