সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গেরুয়া শিবিরকে পিছনে ফেলে হরিয়ানায় বাজিমাত কংগ্রেসের। প্রায় সব বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস রাহুল গান্ধীর দলের পক্ষে। সমীক্ষায় বলা হয়েছে, হরিয়ানায় কম-বেশি ৪৯ থেকে ৬৪টি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস৷ উল্লেখ্য, ৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় ম্যাজিক ফিগার ৪৬৷ বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস বাস্তবে পরিণত হলে, হরিয়ানায় বিজেপির ক্ষমতাচ্যুত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
দৈনিক ভাস্করের বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, হরিয়ানায় ৪৪ থেকে ৫৪টি আসনে জয়ী হতে পারে কংগ্রেস৷ সেখানে বিজেপির ঝুলিতে আসতে পারে ১৯ থেকে ২৯টি আসন৷ সমীক্ষক সংস্থা ধ্রুব দাবি করেছে, হরিয়ানায় কংগ্রেসের ঝুলিতে আসতে পারে ৬৪টি আসন, বিজেপি ৩২টি আসনে জয় পেতে পারে ৷ ধ্রুবের দাবি, হরিয়ানায় ১টি আসন পেয়ে খাতা খুলতে পারে অরবিন্দ কেজরিওয়ালের আপ৷
পিপল পালস বুথ ফেরত সমীক্ষা বলছে, কংগ্রেস পেতে পারে ৪৯-৬১ আসন। সেখানে গেরুয়া শিবির খুব বেশি হলে ৩২টি আসন জিতবে। জিস্ট-টিআইএফ রিসার্চ সমীক্ষায় কংগ্রেস পেতে পারে ৫৩ আসন। বিজেপি সর্বোচ্চ ৩৭টি আসন পেতে পারে। কেজরিওয়ালের দল জাঠদের দেশে দাঁত ফোটাতে পারবে না, দাবি উভয় বুথ ফেরত সমীক্ষায়।