সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাব বিধানসভা নির্বাচনের (Punjab Assembly Election) সাফল্যকে হাতিয়ার করে এবার দেশজুড়ে নিজেদের বিজেপি বিরোধী প্রধান বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা শুরু করে দিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। সুপরিকল্পিতভাবে এই লক্ষ্যে তারা টার্গেট করা শুরু করল কংগ্রেস (Congress) শাসিত বা কংগ্রেস যেখানে শক্তিশালী সেই রাজ্যগুলিকে। সর্বভারতীয় স্তরে শক্তি বাড়ানোর লক্ষ্যে আপের টার্গেট এবার ছত্তিশগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ, গুজরাট।
পাঞ্জাবের পর আম আদমি পার্টির (Aam Admi Party) টার্গেট দুই কংগ্রেস শাসিত রাজ্য রাজস্থান এবং ছত্তিশগড়। আপ জানিয়ে দিয়েছে, জয়পুরে তারা দু’দিনের বিজয় উৎসব পালন করবে। আগামী ২৬ এবং ২৭ মার্চ এই বিজয় উৎসবের আয়োজন করা হবে। আপের শীর্ষ নেতা সঞ্জয় সিং (Sanjay Singh) আপাতত দলের রাজস্থানের পর্যবেক্ষক। তিনিই রাজস্থানে সংগঠন বাড়ানোর কাজ করছেন। শীঘ্রই সেখানে শুরু হবে সদস্য সংগ্রহের কাজ। একইভাবে ছত্তিশগড়েও বিজয় উৎসব পালন করবে দিল্লির শাসক দল। টার্গেট একটাই, সেরাজ্যেও সংগঠন গড়া। ইতিমধ্যেই ছত্তিশগড় সফরে চলে গিয়েছেন দিল্লির মন্ত্রী গোপাল রাই (Gopal Rai)। এরপর সেরাজ্যেও শুরু হবে সদস্য সংগ্রহ অভিযান। আসলে কংগ্রেস শাসিত এই দুই রাজ্যেই আগামী বছর বিধানসভা নির্বাচন। আপের টার্গেট গোটা দেশে ক্রমশ দুর্বল হতে থাকা কংগ্রেসের হাত থেকে শেষ দু’টি রাজ্যও ছিনিয়ে নেওয়া।
[আরও পড়ুন: হিজাব বিতর্কে রায়দানের জের! কর্ণাটক হাই কোর্টের প্রধান বিচারপতিকে খুনের হুমকি]
রাজস্থান, ছত্তিশগড়ের আগেই অবশ্য আম আদমি পার্টি আরও দু’টি রাজ্যকে টার্গেট করে রেখেছে কেজরিওয়ালের দল। হিমাচল প্রদেশ এবং গুজরাট। এই দুই রাজ্যেই নির্বাচন এ বছরের শেষের দিকে। কংগ্রেস প্রধান বিরোধী দল। এই দুই রাজ্যেই বিজেপির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে। সমস্যা হল সাংগঠনিক দুর্বলতার জেরে এই রাজ্যগুলিতেও কংগ্রেস বিজেপিকে (BJP) কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে। কংগ্রেসের এই দুর্বলতারই সুযোগ নিতে চাইছে আপ। দুই রাজ্যেই আম আদমি পার্টির সংগঠন শক্তিশালী হচ্ছে। গত পুরসভা নির্বাচনে গুজরাটের কয়েকটি এলাকায় ভাল ফলও করেছে আপ। কেজরিওয়ালের (Arvind Kejriwal) আশা পাঞ্জাবের জয়ের প্রভাব পরোক্ষে পড়বে হিমাচল প্রদেশেও।
[আরও পড়ুন: জনপ্রিয়তার নিরিখে রাষ্ট্রনেতাদের মধ্যে ফের শীর্ষে মোদি, বলছে মার্কিন সমীক্ষা]
মজার কথা হল, রাজস্থান, ছত্তিশগড় যেমন কংগ্রেস শাসিত রাজ্য তেমনি হিমাচল প্রদেশ এবং গুজরাটে ভাল ফলের ব্যাপারে আশাবাদী হাত শিবির। ঠিক এই চার রাজ্যেই হাত বাড়াতে চাইছেন কেজরিওয়াল। প্রশ্ন উঠছে, তাহলে কি বিজেপিকে হারানোর থেকেও কংগ্রেসের বিকল্প হিসাবে নিজেদের তুলে ধরাটা আপের প্রধান উদ্দেশ্য?