shono
Advertisement

অ্যাপোলোর সিইও পদ থেকে ইস্তফা দিলেন রূপালি বসু

তাঁর বদলে অস্থায়ী সিইও রাণা দাশগুপ্ত৷ The post অ্যাপোলোর সিইও পদ থেকে ইস্তফা দিলেন রূপালি বসু appeared first on Sangbad Pratidin.
Posted: 12:55 PM Mar 02, 2017Updated: 07:25 AM Mar 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাপোলো হাসপাতালে বড়সড় রদবদল৷ সিইও-র পদ থেকে ইস্তফা দিলেন রূপালি বসু৷ তাঁর স্থানে অস্থায়ী সিইও-র দায়িত্ব সামলাবেন রাণা দাশগুপ্ত৷ সঞ্জয় রায় মৃত্যুর ঘটনাতেই রূপালি বসুর ইস্তফা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে বৃহস্পতিবারই মৃত সঞ্জয় রায়ের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার কথা সরকারি তদন্ত কমিটির৷ সেক্ষেত্রে এদিনই তাঁর মৃত্যু নিয়ে চূড়ান্ত রিপোর্ট দেওয়া হতে পারে৷

Advertisement

OMG! মন্দিরের সিসিটিভিতে ধরা পড়ল সাঁইবাবার অবয়ব!

হুগলির ডানকুনির বাসিন্দা সঞ্জয় রায়৷ পরিবারের অভিযোগ, বাইক দুর্ঘটনায় আহত যুবককে সিটি স্ক্যানের নামে শুধুমাত্র অতিরিক্ত মুনাফা লাভের আশায় রোগীকে ‘ভেণ্টিলেশন’-এ দিয়েছিল অ্যাপোলো হাসপাতাল৷ সব মিলিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার বিল করেছিল প্রায় সাড়ে সাত লক্ষ টাকা৷ এরপর পরিবারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় রোগীকে এসএসকেএমে স্থানান্তরিত করা হবে৷ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে সেখানে বেড মিলতেই রোগীকে নিয়ে যেতে চান তাঁরা৷ কিন্তু বিপুল অঙ্কের বিল পুরো না মেটানো হলে রোগীকে ছাড়া হবে না বলে জানিয়ে দেয় অ্যাপোলো৷ বিল নিয়ে টানাপোড়েনের জেরে এসএসকেএমে নিয়ে যেতে অনেকটাই দেরি হয়ে যায়৷ যার ফলে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় সঞ্জয়বাবুর৷

চারবারের বেশি এটিএম থেকে টাকা তুলেছেন? জেনে রাখুন এই নয়া নিয়ম

ঘটনার পর মৃত সঞ্জয়ের স্ত্রী রুবি রায় অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে ফুলবাগান থানায় চিকিৎসায় গাফিলতি, জোর করে টাকা আদায়-সহ একাধিক অভিয়োগ দায়ের করেন। অ্যাপোলোর বিরু‌দ্ধে তদন্ত শুরু করে ফুলবাগান থানার পুলিশ৷ হাসপাতালের কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথি, কোন টেস্টে কত খরচ, রোগীর কেস হিস্ট্রি চেয়ে পাঠানো হয়। ছয় সদস্যের তদন্ত কমিটি গড়ে রাজ্য সরকার৷ কমিটির শীর্ষে রাখা হয় স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব সুবীর চট্টোপাধ্যায়কে৷ বৃহস্পতিবারই এসএসকেএম হাসপাতালে রিপোর্ট তলব করা হয়েছে৷

পুরনো ১ টাকার নোট আছে? তাহলেই পকেটে আসতে পারে ১ লক্ষ টাকা

The post অ্যাপোলোর সিইও পদ থেকে ইস্তফা দিলেন রূপালি বসু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement