সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলাকারই এক মুসলিমকে মেয়েকে ভালবেসে বিয়ে করেছিলেন মধ্যপ্রদেশের ছত্তরপুরের জেলার বিনোদ প্রকাশ খারে। তারপর তিন-তিনটি দশক পেরিয়ে গিয়েছে। কিন্তু, পরিস্থিতির বদল হয়নি। লাগাতার সামাজিক বয়কট আর সহ্য হচ্ছিল না বিনোদ প্রকাশ ও তাঁর পরিবারের সদস্যদের। শে্ষপর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করলেন তাঁরা।
[কেরলে আরএসএস কর্মী খুন, পরিস্থিতি অগ্নিগর্ভ]
২৮ বছর আগের কথা। ছত্তরপুর জেলার রাজনগরের ফোটদার মহল্লার বাসিন্দা বিনোদ প্রকাশ খারে ভালবেসে বিয়ে করেছিলেন শাহ বানুকে। বিয়ের পর শাহ বানুর নাম হয় বীণা। দম্পতির তিন সন্তানও রয়েছে। কিন্তু এই বিয়ে মেনে নেয়নি গ্রামবাসীরা। দীর্ঘ প্রায় তিন দশক এই পরিবারটিকে একঘরে করে রেখেছিলেন তাঁরা। এমনকী, বিনোদ ও তাঁর পরিবারের সঙ্গে সম্পর্ক রাখেননি তাঁদের আত্মীয়রাও। এই পরিস্থিতিতে আইন মেনে আদালতে হলফনামা দিয়ে ইসলাম গ্রহণ করলেন পরিবারের সদস্যরা। বিনোদ প্রকাশ খারে বলেন, ‘ ভালবেসে মুসলিম মেয়েকে বিয়ে করেছিলাম। কিন্তু হিন্দু রীতি মেনে বিয়ে হয়েছিল। তারপর থেকে আমাদের সামাজিকভাবে বয়কট করে গ্রামবাসী ও আত্মীয়স্বজনরা। আত্মীয়রাই আমাদের উঠতে বসতে আপমান করত। আমাদের সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি।’ তিনি বলেন, শেষপর্যন্ত তাঁর স্ত্রী আত্মীয়রাই তাঁদের পরিবারকে সাহায্য করতে রাজি হন। তবে শর্ত দেওয়া হয়, গোটা পরিবারকেই ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। বিনোদ প্রকাশ খারের মেয়ে একতা বলেন, কোনও অনুষ্ঠান বা উৎসব তো অনেক দুরের ব্যপার, তাঁর বাবার পরিবার কেউ মারা গেলেও, তাঁদের খবরটুকু পর্যন্ত দেওয়া হত না।
[OMG! হাইওয়ের টোলপ্লাজা থেকে টাকা লুট করলেন পুলিশকর্মীরাই!]
তবে ইসলাম ধর্ম গ্রহণ করার খবর পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন বিজেপির কয়েকজন স্থানীয় নেতারা। বিনোদের ছোট ছেলের চাকরি ও বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তাঁরা। কিন্তু, বাস্তবে সেসব কিছুই হয়নি। বিনোদ ও তাঁর পরিবারের ইসলাম ধর্মগ্রহণের কথা স্বীকার করেছেন রাজনগরের মহকুমাশাসক রবীন্দর চৌকসে। তিনি বলেন, ‘বিষয়টি শুনেছি। ওঁরা হলফনামাও দিয়েছেন। যদি কেউ কোনও অভিযোগ করে, তাহলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলব।’
[কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীর হাত কাটল যুবক]
The post ২৮ বছরের ‘বঞ্চনা’, প্রতিবাদে ইসলাম ধর্ম গ্রহণ একটি হিন্দু পরিবারের appeared first on Sangbad Pratidin.