সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢাকা বিমানবন্দরে (Dhaka Airport) বোমাতঙ্ক। মালয়েশিয়া থেকে ঢাকাগামী বিমানে বিস্ফোরক থাকার খবর মেলে। তার পরই শুরু হয় তল্লাশি। তবে বিমানে বিস্ফোরক মেলেনি।
বুধবার রাত ৯টা ৩৮। মালয়েশিয়া থেকে আগত বিমানটি ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। সেই বিমান এমএইচ-১৯৬ এক যাত্রীর কাছে বিস্ফোরক রয়েছে বলে খবর পায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
[আরও পড়ুন: Weather Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, চলতি সপ্তাহেই বাংলায় প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা]
বিমানটি অবতরণ করার পরই ঘিরে ফেলে নিরাপত্তারক্ষী ও বম্ব স্কোয়াড। যাত্রীদের ব্যাগের পাশাপাশি বিমানেও চলে তল্লাশি। প্রায় সাড়ে তিনঘণ্টা ধরে চলে তল্লাশি। তবে কিছু মেলেনি। কিন্তু কে বা কারা এই ভুয়ো আতঙ্ক ছড়াল, তা এখনও স্পষ্ট নয়। তার খোঁজ চলছে।
এদিকে বোমাতঙ্কের জেরে বিমানবন্দর চত্বরে বিশাল নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর। এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহম্মদ সফিকুল ইসলাম জানান, “বিমানের এক যাত্রীর কাছে বোমা রয়েছে বলে খবর ছড়ায়। বিমানটি অবতরণের পরই তল্লাশি চালান নিরাপত্তারক্ষীরা। এই খবর ছড়ানোর পরই ঢাকা বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।”