shono
Advertisement

খাস কলকাতায় উদ্ধার ১০ লক্ষ টাকার জাল নোট, গ্রেপ্তার চক্রের ২ পাণ্ডা

এটিএফের অভিযানে মিলল সাফল্য৷
Posted: 11:57 AM Nov 27, 2018Updated: 11:57 AM Nov 27, 2018

অর্ণব আইচ: খাস কলকাতা থেকে জাল নোট চক্রের দুই পাণ্ডাকে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ৷ধৃতের কাছে ৫ লক্ষ টাকা জাল নোট পাওয়া গিয়েছে৷এদিকে আবার চিৎপুরে গাঁজা-সহ ধরা পড়েছে আরও দুজন৷

Advertisement

শুধু বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতেই নয়, এ শহরেও চলছে জাল নোটের কারবার! নারকেলডাঙা থেকে ধরা পড়ল জাল নোটচক্রের দুই পাণ্ডা৷ধৃতদের কাছ থেকে ১০ লক্ষ টাকা জাল নোট উদ্ধার করল এটিএফ৷গোপনসূত্রে খবর পেয়ে সোমবার বিকেলে নারকেলডাঙা মেন থেকে গোলাম রব্বানি ও আলামিন শেখ নামে দু’জনকে গ্রেপ্তার করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা৷

তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতদের কাছ যে দশ লক্ষ টাকার জাল নোট পাওয়া গিয়েছে, তার সবকটি ২ হাজার টাকার নোট৷মাসখানেক আগে শহরের প্রাণকেন্দ্র চাঁদনি চকে এসটিএফের গোপন অভিযানে ধরা পড়েছিল এক যুবক৷তাঁর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা জাল নোট পাওয়া গিয়েছিল৷জানা গিয়েছে, চাঁদনি চকের একটি দোকান জিনিস কিনতে গিয়েছিল সে৷তাঁর দেওয়া নোটগুলি দেখে সন্দেহ হয় দোকান মালিকের৷পুলিশে খবর দেন তিনি৷ এদিকে, সোমবার উত্তর কলকাতা চিৎপুরেও অভিযান চালিয়েছে এসটিএফ৷প্রায় পাঁচশো কেজি গাঁজা-সহ গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে৷একটি বারো চাকার লরি ও ভোটার কার্ড, প্যান কার্ড-সহ বেশ কয়েকটি নথিও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা৷

[এবার বাড়িতে জল জমলে দিতে হবে ১ লক্ষ টাকা জরিমানা!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement