shono
Advertisement

অনলাইনে রিজার্ভ ব্যাংকের ভুয়ো ওয়েবসাইট! চুরি হতে পারে ব্যাংক ডিটেলস

নোটিফিকেশন মোবাইলে এলে ওয়েব পেজ খুলবেন না। The post অনলাইনে রিজার্ভ ব্যাংকের ভুয়ো ওয়েবসাইট! চুরি হতে পারে ব্যাংক ডিটেলস appeared first on Sangbad Pratidin.
Posted: 01:39 PM Feb 12, 2018Updated: 01:54 PM Feb 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইনে ঘুরছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ভুয়ো ওয়েবসাইট। জানেন কি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলা যায় না ? যদি অ্যাকাউন্ট খোলার বিজ্ঞপ্তি দিয়ে কোনওরকম নোটিফিকেশন আপনার মোবাইলে আসে, তাহলে খবরদার সংশ্লিষ্ট ওয়েবসাইটটি খুলবেন না। কে বলতে পারে সেটিই হয়তো ভুয়ো ওয়েবসাইট। এই ওয়েবসাইটের সূত্রে জালিয়াতির শিকার হতে পারেন গ্রাহক। চুরি হয়ে যেতে পারে ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্যাদি। গ্রাহকদের সচেতন করতে এমনই সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।

Advertisement

[জম্মুর পর শ্রীনগর, এবার সিআরপিএফ ক্যাম্প টার্গেট জঙ্গিদের]

দেশের শীর্ষ ব্যাংক নির্দেশিকায় জানিয়েছে, নকল ওয়েব সাইটের ঠিকানা www.indiareserveban.org । রিজার্ভ ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটের সঙ্গে হুবহু মিল রয়েছে এই ভুয়ো ওয়েবসাইটটির। দুটি ওয়েবসাইটের লে-আউটও সম্পূর্ণ এক। তাই গ্রাহক ওয়েবসাইটটি খুলে অবাক হবেন না। আসল ভেবে লে-আউটে থাকা যাবতীয় নির্দেশাবলী পূরণ করতে থাকবে। তাহলেই ঘটবে বিপদ।

এমনিতেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় কেউই ব্যক্তিগতভাবে অ্যাকাউন্ট খুলতে পারে না। মজার বিষয় হচ্ছে সেখানেই। নকল ওয়েবসাইট খুললেই হোম পেজে দেখা যাচ্ছে রিজার্ভ ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সুযোগের বিষয়। চাইলেই যে কেউ অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সেজন্য অন্য কোনও ব্যাঙ্কের অ্যাকাউন্টের খুটিনাটি তথ্য লাগবে। অবশ্যই অন্য অ্যাকাউন্টটির অনলাইন ব্যাংকিং পরিষেবা থাকতে হবে। নির্দেশ মাফিক সংশ্লিষ্ট ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর থেকে শুরু করে এটিএম পিন নম্বর সবই দিতে হবে। আচমকাই কেন গ্রাহকের গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছে রিজার্ভ ব্যাংক ? গ্রাহকের মনে প্রশ্ন জাগতেই পারে। সেজন্য কারণও দর্শানো রয়েছে ওয়েবসাইটে। বলা হয়েছে, দেশের এক নম্বর ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হলে গ্রাহকের নাড়িনক্ষত্র জানাটাও ব্যাংকের জন্য জরুরি। তাই এই নিয়ম।

ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ওয়েবসাইটের ঠিকানা। খবর পেয়েই গ্রাহক সচেতনতায় উদ্যোগ নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নির্দেশিকায় জানানো হয়েছে, হবহু এক দেখতে হলেও এমন কোনও ওয়েবসাইট রিজার্ভ ব্যাংকের নেই। এমনকী, রিজার্ভ ব্যাংকে ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলার কোনও সুযোগও নেই। তাছাড়া কোনও ব্যাংকই গ্রাহকের থেকে অনলাইনে ব্যাংকের যাবতীয় তথ্যাদি জানতে চাইতে পারে না। এভাবে ব্যাংক সংক্রান্ত গ্রাহকের গুরুত্বপূর্ণ গোপন তথ্য প্রকাশ্যে এলে বিপাকে পড়তে পারেন গ্রাহক। সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হতে পারে। পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণতথ্য বেহাত হওয়ায় জালিয়াতির শিকার হতে পারেন গ্রাহক।

[খালি হাতে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই, পরিবারকে বাঁচিয়ে শহিদ সুবেদার মদনলাল]

 

The post অনলাইনে রিজার্ভ ব্যাংকের ভুয়ো ওয়েবসাইট! চুরি হতে পারে ব্যাংক ডিটেলস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement