shono
Advertisement

‘অযথা বিতর্ক তৈরির চেষ্টা চলছে’, CBSE’র সিলেবাস বিতর্কে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী

করোনা আবহে সিবিএসইর সিলেবাস কমানো ঘিরে বিতর্ক। The post ‘অযথা বিতর্ক তৈরির চেষ্টা চলছে’, CBSE’র সিলেবাস বিতর্কে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 01:28 PM Jul 09, 2020Updated: 02:01 PM Jul 09, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারী আবহে পড়ুয়াদের উপর চাপ কমাতে CBSE’র সিলেবাস কাটছাঁট হয়েছে। আর সেই কাটছাঁট ঘিরে চলছে তীব্র বিতর্ক। এককাট্টা হয়ে বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই এই সিলেবাস কমানো হয়েছে। সংঘ পরিবারের মতাদর্শে শিক্ষাব্যবস্থাকে চালানোর চেষ্টা করছে কেন্দ্র, এমন অভিযোগও উঠেছে। বিরোধীদের অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছিল সিবিএসই কর্তৃপক্ষ। এবার এই ইস্যুতে মুখ খুললেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। তাঁর পাল্টা অভিযোগ, বিতর্ক তৈরির জন্য এধরণের ভ্রান্তিমূলক প্রচার করা হচ্ছে।

Advertisement

করোনা পরিস্থিতিতে থমকে দেশের শিক্ষাব্যবস্থা। বাতিল হয়েছে একাধিক পরীক্ষা। এই পরিস্থিতিতে মঙ্গলবারই পড়ুয়াদের উপর চাপ কমাতে সিলেবাস কাটছাঁট করার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। সেইজন্যই CBSE’র একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস থেকে বাদ দেওয়া হল ধর্মনিরপেক্ষতা (Secularism), দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো (Federalism), ভারতের খাদ্য নিরাপত্তা (Food Security), নাগরিকত্বের (Citizenship) মতো গুরুত্বপূর্ণ অধ্যায়। যা নিয়ে জলঘোলা শুরু হয়েছে।

[আরও পড়ুন : ‘সত্যের পথে চলি, ভয় পাই না’, গান্ধী পরিবারের বিরুদ্ধে তদন্ত নিয়ে কেন্দ্রকে পালটা রাহুলের]

বুধবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর টুইট করে এর তীব্র বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সুরে সুর মিলিয়ে বিরোধিতা করেছিলেন কংগ্রেসের রণদীপ সিং সূরযওয়ালা, বাংলার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক রাজনৈতির ব্যক্তিত্ব। যার জেরে কার্যত চাপে পড়ে কেন্দ্র সরকার।

[আরও পড়ুন : কুলভূষণের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার বিষয় নিয়ে নাটক করছে পাকিস্তান, ইসলামাবাদকে তোপ দিল্লির]

এই কাটছাঁট সাময়িক বলে বিষয়টি ধামাচাপা দেওযার চেষ্টা করে CBSE। কিন্তু লাভ হয়নি।  তাই এবার পরিস্থিতি সামাল দিতে আসরে নামলেন খোদ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়ালের দাবি, “সিবিএসইর সিলেবাস কমানো নিয়ে না জেনেই মন্তব্য করছেন অনেকে। মুশকিলটা হল, শুধুমাত্র বিতর্ক তৈরি করার জন্য কিছু বিষয়কে জুড়ে দিচ্ছেন তাঁরা। এভাবে একটা ভ্রান্ত মতামত তৈরির চেষ্টা চালাচ্ছেন তাঁরা।” 

The post ‘অযথা বিতর্ক তৈরির চেষ্টা চলছে’, CBSE’র সিলেবাস বিতর্কে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement